বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনে কাজ না পাওয়ার কারণে খিদের জ্বালা আর মানসিক অবসাদে ভুগছিল কাকাদেব থানা এলাকার রাজপুরবা এর শ্রমিক। নিজের ছেলেকে খিদের জ্বালায় কষ্ট পেতে না দেখতে পেরে অবশেষে ফাঁসিতে ঝুলে যায়। অনাহারে থাকা পরিবারের পেট ভরার জন্য চেষ্টা অনেক করেছিল, অনেকের বাড়ি বাড়ি গেছিল, কিন্তু কাজ কোথাও পায়নি।
কাজ না পাওয়ার কারণে ১৫ দিন ধরে নিজের সন্তানকে ভরপেট খাবার দিতে পারেনি ওই শ্রমিক। সন্তান কখনো অর্ধেক রুটি খেয়ে শুয়ে পড়ত, আবার কখনো জল খেয়েই শুতে হত। সন্তানের এই কষ্ট সে আর দেখতে পারছিল না, আর সেই কারণে আজীবনের জন্য নিজের চোখ বন্ধ করে নিলো। রাজপুরবার বাসিন্দা বিজয় বাহাদুর (৪০) দিন মজুর ছিল। মজদুরি করে স্ত্রী রম্ভা, ছেলে শুভম, শিবম, রবি আর মেয়ে অনুস্কার পেট ভরত।
প্রায় দুই মাস ধরে জারি লকডাউনের কারণ কোন কাজ মিলছিল না। এতদিনে যেটুকু সঞ্চয় ছিল, সেটাও শেষ। আত্মীয় আর আশেপাশের মানুষ জানান, বিগত কয়েকদিন ধরে ওঁরা ভরপেট খাবার পাচ্ছিল না। আর এই সমস্যার কারণে বুধবার বিজয় বাহাদুর শাড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে যায়। স্ত্রী রম্ভা ব্যাপারটা দেখতে পেয়ে আশেপাশের লোকজন ডেকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হল বিজয় বাহাদুরের।