পতন মরিসন সরকারের, অস্ট্রেলিয়ায় ক্ষমতায় বাম মনোভাবাপন্ন লেবার পার্টি! ভারতকে বিশেষ বার্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শনিবার সন্ধেবেলা যখন শেষ অবধি ফলাফল প্রকাশ হয়, অস্ট্রেলিয়া তখন উত্তাল নতুন প্রধানমন্ত্রীকে মসনদে আমন্ত্রন করতে। ১৫১টি সঞে মেজরিটি নিয়ে অ্যান্থনি আলবানীস ক্ষমতায় আসেন, নিজের পরাজয় শিকার করতে বাধ্য হন স্কট মরিসন। ২০১৩ সালের পর আবার অস্ট্রেলিয়ার শাসনে ফিরে আসে বাম মনোভাবাপন্ন লেবার পার্টি। সাধারণ জনগন দুর্নীতি রোধ, নারী সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মত সমস্যার সমাধান প্রত্যাশা করেই পালাবদল করেছে দেশে।

নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভারতের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করেছে অস্ট্রেলিয়া। দেশের হাই কমিশনার টুইট করেন বলেন যে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতের সুপরিচিত কারণ তিনি ১৯৯১ সালে ব্যাকপ্যাকার হিসেবে ভারতবর্ষে যান এবং পার্লামেন্টারি ডেলেগেশনস এর সাথে যুক্ত ছিলেন ২০১৮ সালে। এই ক্যাম্পেইন চলাকালীন তিনি খুব ভালো সম্বন্ধ তৈরি করতে পেরেছিলেন।

উল্লেখ্য, এপ্রিল মাসে নরেন্দ্র মোদী এবং স্কট মরিসন এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সমঝতা এবং বাণিজ্যের একটি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে আসা ৮৫ শতাংশেরও বেশি পণ্যের উপর শুল্ক বাতিল করা হয়। এরফলে ভারত অনেক কম মূল্যে কাঁচামাল আমদানি করতে পারবে।

ভারত থেকে আসা ৯৭% দ্রব্যাদি তৎক্ষণাৎ প্রেফেরেন্সিয়াল অ্যাক্সেস পেয়ে যায় অস্ট্রেলিয়ায়।
সম্পূর্ণ চুক্তিটি স্বাক্ষর করা হয় ভারতের শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়াল এবং অস্ট্রেলিয়ান শিল্প ও বিদেশ মন্ত্রী ড্যান তেহানের উপস্থিতিতে। এবং আশা করা হয় আসন্ন চার মাসের মধ্যে জিনিসটি কার্যকর হবে।

কিছুদিন বাদে মরিসন নিজে তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে খিচুড়ি রান্না করার একটি পোস্ট দেন এবং যেটি তাকে অনেকটি চর্চায় আনে। পোস্টে তিনি লেখেন ভারতের সাথে ট্রেড এগ্রিমেন্ট এর আনন্দে তার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর পছন্দের খিচুড়ি রান্না করে তিনি খুবই উচ্ছ্বসিত, সাথে যোগ করেন তাঁর পরিবারের সকলেই সেটিকে পছন্দ করেছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X