বিনামূল্যে দু লক্ষ টাকার বীমা দিচ্ছে সরকার, নাম নথিভুক্ত করতে পারেন আপনিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এর আগেই ই শ্রম পোর্টাল চালু করেছিল কেন্দ্রের মোদী সরকার। যার জেরে এধরনের শ্রমিকদের দুর্ঘটনা বিমার ব্যবস্থা করা হয়। এবার সরকারি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই পোর্টালে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন প্রায় ১ কোটি শ্রমিক। জানিয়ে রাখি সরকারি হিসাব অনুযায়ী দেশে প্রায় ৩৮ কোটি শ্রমিক রয়েছেন যারা কোন না কোনভাবে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। সরকারের লক্ষ্য, এই সমস্ত শ্রমিকদের নাম ই শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত করা।

এই দুর্ঘটনা বীমায় কি কি সুবিধা পাবেন গ্রাহকরাঃ
★জানিয়ে রাখি ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে দু লক্ষ টাকা অব্দি দুর্ঘটনা বীমা কভারেজ দেয় সরকার। এক্ষেত্রে কোন ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যান, তার নমিনিকেও সেই টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া কোন ব্যক্তি যদি দুর্ঘটনায় দুটি চোখ, দুটি হাত বা দুটি পা হারিয়ে থাকেন সে ক্ষেত্রেও তিনি দু লক্ষ টাকা পাবেন। কোন ব্যক্তির যদি দুর্ঘটনা জেরে একটি চোখ বা একটি পা বা একটি হাত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এক লক্ষ টাকা কাভারেজ দেওয়া হবে।

★সবথেকে বড় সুবিধা হল, নাম অন্তর্ভুক্ত হবার পর প্রথম বছরে বীমার প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব পুরোটাই পালন করে কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রণালয়। পরবর্তী ক্ষেত্রে এর প্রিমিয়ামও অত্যন্ত কম। এর জন্য মাত্র বার্ষিক ১২ টাকা দিতে হয় গ্রাহককে।

★সরকারের এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত সহজ। এর জন্য আপনার শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেখান থেকেই আপনি এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে পারেন। যে কোন সাধারণ সেবা কেন্দ্র থেকে এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এর বাইরে, রাজ্য সরকারের আঞ্চলিক অফিসেও নিবন্ধন করা যেতে পারে। এক্ষেত্রে আয়ের ভিত্তিতে কোন মানদন্ড নেই।

সম্পর্কিত খবর

X