অনুচ্ছেদ ৩৭০ অপসারণের সাথে সাথে জম্মু ও কাশ্মীর ও লাদাখ এখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এর সাথেই ভারত তার বৃহত্তম জেলা পেয়েছে, এই জেলাটি লেহ। আসলে, ভারতের নতুন মানচিত্র অনুসারে, লাদাখের অঞ্চলটি জম্মু ও কাশ্মীরের চেয়ে বৃহত্তর, তবে এটির দুটি জেলা রয়েছে। এর মধ্যে লেহ এবং কারগিল অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষেত্রের দিক থেকে, লেহ এখন ভারতের বৃহত্তম জেলাতে পরিণত হয়েছে। তবে লেহের এক অংশ পাকিস্তান এবং এক অংশ চীন দখল করে রেখেছে।
এর আগে ক্ষেত্রফল অনুযায়ী ভারতের সবথেকে বড়ো জেলা ছিল গুজরাটের কচ্ছ। তবে এখন ভারতের নতুন মানচিত্র অনুযায়ী সবথেকে বড়ো জেলা হলো লেহ। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ১৯৪। সালের পূর্বের জম্মু ও কাশ্মীর রাজ্যে ১৪ টি জেলা ছিল। এই জেলাগুলি হ’ল কাঠুয়া, জম্মু, উধমপুর, রিয়াসি, অনন্তনাগ, বারামুলা, পুঞ্চ, মিরপুর, মুজাফফারাবাদ, লেহ এবং লাদাখ, গিলগিত, গিলগিত ওয়াজারত, চিলহাস ও উপজাতীয় অঞ্চল।
জনিয়ে দি, ভারতের নতুন মানচিত্র সার্ভিয়ার জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করেছে। সেই অনুযায়ী এবার দেশে ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। জম্মু-কাশ্মীরে বিশেষ অধিকার থাকার জন্য কেন্দ্র সরকারকে সেখানে প্রচুর অর্থ খরচ করতে হতো। সেখানের মানুষজনকে অনেক কম মূল্যে খাদ্য সামগ্রী উপলব্ধ করাতে হতো।
নাম মাত্র মূল্যে কাশ্মীরের মানুষজনকে খাদ্য সামগ্রী দেওয়া হতো। আর এই সমস্ত খরচ উঠিয়ে নেওয়া হতো অন্য রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা থেকে। তবে এখন ৩৭০ অপসারণের সাথে সাথে সমস্থ অর্থ উন্নয়নের কাজে লাগবে। সরকার জম্মু-কাশ্মীরে বিনিয়োগ এনে সেখানে কর্মসংগস্থান গড়ার উপর কাজ করবে।