লাদাখ নিয়ে ভারতের সাথে আলোচনায় বসার আগে নিজেদের কম্যান্ডার বদলে ফেলল চিন

বাংলা হান্ট ডেস্কঃ লাদাখ (Ladakh) সীমান্তে গত একমাস ধরে জারি বিবাদ মেটানোর জন্য ভারত (India) আর চিনের (China) মধ্যে কম্যান্ডার স্তরের আলোচনা শনিবার সকাল ৯ টা নাগাদ শুরু হওয়া কথা। এই আলোচনা লাদাখের চুশুলের পাশে চিনের সীমান্ত মোল্ডোতে হবে। আর এই আলোচনার আগে চিন নিজের কম্যান্ডার বদলে ফেলেছে।

এই আলোচনায় ভারতীয় দলের নেতৃত্ব লেহ এর ১৪ কোর এর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং করবেন। ভারতীয় সেনা দলের ১০ জন অফিসার এই আলোচনায় শামিল হওয়ার কথা। ওই দশজনের মধ্যে স্টাফের অফিসার ছাড়াও স্থানীয় কম্যান্ডার আর দোভাষী থাকবেন। সুত্র থেকে জানা যায় যে, ভারত চর্চার সময় গালওয়ান ঘাঁটি, হট স্প্রিং আর প্যাংইয়াং লেক এর ফিঙ্গার ৪ থেকে চিনের সেনার পিছু হটার দাবি তুলবে। প্যাংইয়াং লেক ইস্যু নিয়ে ভারত এক ইঞ্চিও জমি ছাড়ার প্রাত্র নয়।

কম্যান্ডার স্থরের কথাবার্তার আগে শুক্রবার দুই দেশের সংযুক্ত সচিব স্তরের কথাবার্তা হয়। দুই দেশ নিজেদের মতভেদকে বিবাদে না বদলানোর প্রতিবদ্ধতা জাহির করেছে। এবং একে অপরের প্রতি সংবেদনশীল, চিন্তা এবং আকাঙ্খার সন্মান করে সমস্যাকে কথাবার্তার মাধ্যমে দূর করার জন্য সহমত হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব নবীন শ্রীবাস্তব আর চিনের বিদেশ মন্ত্রালয়ের মহানির্দেশক বু জিয়ানঘাওর মদ্যে হওয়া আলোচনায় দুই দেশের মধ্যে বিবাদ কমানো নিয়ে সকারত্মক মনোভাব আপন করার সঙ্কেত দিয়েছেন।

বিদেশ মন্ত্রালয় একটি বয়ানে বলেছে যে, এই বিষয়ে মন্ত্রালয়ের তরফ থেকে দুই দেশের নেতাদের মধ্যে ভারত আর চিনের মধ্যে শান্তিপূর্ণ, স্থির আর সামঞ্জস্যপূর্ণ সম্পর্কে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির স্থিরতার জন্য সহমত পোষণ হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর