সমীক্ষাঃ ভারতের ৮৪ শতাংশ মানুষের দাবি চীন সবথেকে খারাপ দেশ

বাংলহান্ট ডেস্কঃ ভারতীয় (India) সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেল এবং চীনা (China) পিপলস লিবারেশন আর্মির মধ্যে শনিবার এক বৈঠক হতে চলেছে। এই বৈঠকের পূর্বে নেটওয়ার্ক ১৮ একটি সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় ৪ দিনের জন্য ১৩ টি ভাষার, ১৬ টি ওয়েবসাইট এবং ১০০ টি স্যোশাল মিডিয়া চ্যানেলে একটি মহাপোল চালু করা হয়েছিল। যেখানে প্রায় ৩১ হাজার মানুষ তাদের মতামত ব্যক্ত করছেন।

এই নির্ণয় করা সমীক্ষায় উঠে এসেছে চীন সবথেকে খারাপ একটি দেশ। যারা সর্বদা ভারতের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত থাকে। প্রায় ৮৪ শতাংশ মানুষ চীনকে খারাপ দেশ বলে গণ্য করেছেন।

India vs china 1চীন সম্পর্কে আপনার ধারণা কেমন
নেটওয়ার্ক ১৮-এর এই সমীক্ষার বিষয় ছিল, ‘চীন সম্পর্কে আপনার ধারণা কেমন’। এই সমীক্ষার রিপোর্টের মাধ্যমে জানা যায়, দেশের প্রায় ৮৪ শতাংশ মানুষের রায়, চীন একটি অত্যন্ত খারাপ দেশ। প্রায় ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন চীন ভারতের সীমান্ত এলাকায় হামলার জন্য সদা প্রস্তুত থাকে। প্রায় ৯১ শতাংশ মানুষ জানিয়েছেন, এলএসি-তে ভারত-চীন সেনাবাহিনী মুখোমুখি হয়েছে। এবং প্রায় ৬১ শতাংশ মানুষ চীনের বিরুদ্ধে ভারতের গৃহীত পদক্ষেপের প্রশংসাও করেছেন।

donald trump nationals astros world series game 5

জিনপিং অপেক্ষা ট্রাম্প পছন্দের
এই সমীক্ষায় জিনপিং অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানুষজন বেশি পছন্দ করেছেন। ভারতের মালায়ালাম এবং উর্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মাত্র ১০ শতাংশ মানুষজন শুধুমাত্র জিনপিংকে পছন্দ করছেন। কিন্তু উল্টোদিকে মারাঠি এবং ওড়িয়া এবং আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষজনের পছন্দের নিরিখে ৯০ শতাংশের বিচারে ট্রাম্প এগিয়ে।

চীনা পণ্য বর্জনের দাবী
নেটওয়ার্ক ১৮-এর এই সমীক্ষায় অন্তর্ভুক্ত প্রায় ৫০ শতাংশ মানুষ চাইছে ভারতের উচিত তাইওয়ানকে একটি পৃথক দেশের মর্যাদা দেওয়া। ৯৪ শতাংশ মানুষের দাবী চীন, করোনা ভাইরাসের মোকাবিলায় চীন সঠিক পদক্ষেপ গ্রহণ করে না। এই সমীক্ষায় নিউজ 18, মানি কন্ট্রোল, ফার্স্টপোস্ট এবং সিএনবিসি-টিভি 18 এর অনলাইন প্ল্যাটফর্মও অংশ নিয়েছিল। চীনা পণ্য বর্জনের দাবীতে সোচ্চার হয়েছেন প্রায় ৯১ শতাংশ মানুষ। যার মধ্যে মারাঠি সম্প্রদায়ের মানুষ রয়েছেন প্রায় ৯৭ শতাংশ। ৭২ শতাংশ মানুষের বক্তব্য সরকার চীনা পণ্য বর্জনের প্রতিবাদ জানালে, তারাও সরকারের সঙ্গে প্রতিবাদে যুক্ত হবে। যার মধ্যে ২৩ শতাংশ মানুষ তো এখনই চীনা পণ্য বর্জনের জন্য প্রস্তুত। তবে মাত্র ৪ শতাংশ মানুষজন এখনও চীনা দ্রব্য ব্যবহার করতে চাইছে।

873148 indiachinaflags

দেশের মানুষ চাইছে না চীনের হস্তক্ষেপ
৭৪ শতাংশ মানুষ চাইছে মার্কিন-চীনের দ্বন্দ্বের বিষয়ে ভারত বেজিং-র বিরুদ্ধে গিয়ে অন্য পক্ষকে সমর্থন করুক। তবে আবার, পাঞ্জাবের ৫২ শতাংশ এবং তামিলনাড়ুর ৫১ শতাংশ মানুষ চাইছে না যে ভারত সরকার এই সমস্যার মধ্যে ঢুকুক। ভারতের ৮৮ শতাংশ মানুষ চীনা কোম্পানির 5g টেকনোলজি ভারতে স্থাপন করতে দিতে ইচ্ছুক নয়। যার মধ্যে ৮৭ শতাংশ মানুষ চীনা কোম্পানির বিনিয়োগই চাইছে না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর