লাদাখে সেনার ট্যাঙ্ক মহড়ায় বিরাট দুর্ঘটনা! একাধিক জওয়ানের প্রাণহানির আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সেনাদের (Indian Army) সাথে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে লাদাখের (Ladakh) দৌলত বেগ ওল্ডি এলাকায়। ট্যাঙ্ক অনুশীলন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, নদী পারাপার করার অনুশীলন করছিলেন সেনা জওয়ানরা। সেই সময় হঠাৎ বৃদ্ধি পায় নদীর জল। যার ফলে নদীর মধ্যে আটকে যায় ট্যাঙ্কটি।

বলা হচ্ছে, এই দুর্ঘটনার (Accident) ফলে জেসিও-সহ ৫ সেনার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই ট্যাংকের মধ্যে ছিলেন চার-পাঁচ জন সেনা। সেনাবাহিনীর তরফে চালানো হচ্ছে উদ্ধার কাজ।শুক্রবার সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল দৌলত বেগ ওল্ডি এলাকায়। যেকোনো ধরনের রাস্তায় চলতে সক্ষম এই ট্যাঙ্ক। সাধারণ রাস্তার পাশাপাশি উঁচু-নিচু রাস্তা, পাথুরে রাস্তা, কাদামাটির রাস্তা দিয়েও চলতে সক্ষম এই ধরনের ট্যাংক। 

আরোও পড়ুন : ‘সামান্য ছুটির আবেদনপত্র লিখতে পারেন না?’, রাজ্যের শিক্ষকদের ধুয়ে দিল সুপ্রিম কোর্ট

এমনকি অল্প জল রয়েছে তেমন জায়গা দিয়েও এই ট্যাংক যেতে পারে। তবে সেই জলের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। বেশি জল হলে সেখান দিয়ে এই ট্যাংক যেতে পারবেনা। সূত্রের খবর, শুক্রবার যখন এই ট্যাঙ্ক নদীতে নামে তখন নদীর জল কম ছিল। তারপর হঠাৎ নদীর জলস্তর বৃদ্ধি পায়। তখন এই ট্যাঙ্ক আটকে পড়ে জলের মাঝেই। বেশ কিছু সেনা জওয়ান সেই সময় ছিলেন এই ট্যাংকের মধ্যে।

Ladakh Tank Accident

সেনা সূত্রে খবর, এই ট্যাঙ্ক নিয়ে কীভাবে নদী পারাপার করতে হয় তারই মহড়া চলছিল গতকাল। মহড়া চলার সময় এই ট্যাংকটি নদী পার হচ্ছিল। সেই সময় হঠাৎ করে বৃদ্ধি পায় নদীর জলস্তর। জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেসে যায় এই ট্যাঙ্ক। সেনা আধিকারিকরা জানাচ্ছেন, এই ট্যাংকে ছিলেন ৪-৫ জন সেনা জওয়ান। সেনাবাহিনীর তরফে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর