রাজ্যের মহিলাদের ভোগান্তির দিন শেষ! লোকাল ট্রেনের পর চালু হচ্ছে লেডিজ স্পেশাল বাস

বাংলা হান্ট ডেস্ক: এবার পশ্চিমবঙ্গের (West Bengal) মহিলাদের জন্য দারুন সুখবর। শহরে চালু হচ্ছে মহিলাদের জন্য লেডিজ স্পেশাল বাস (Ladies Special Bus)। মঙ্গলবারেই হাওড়া থেকে এই বিশেষ পরিষেবার বাস উদ্বোধন করবেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই অনুষ্ঠানে যোগ দেবেন পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল এবং পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র।

প্রতিদিন এই বাস হাওড়া থেকে সোজা যাবে বালিগঞ্জ। প্রসঙ্গত এখনকার দিনে বাড়ির অধিকাংশ মহিলারাই হয়ে থাকেন কর্মরত। তাই তাদের স্কুল কলেজ কিংবা অফিসে দ্রুত পৌঁছানোর কথা ভেবেই লেডিজ পেশাল বাস চালু করতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর।

প্রসঙ্গত রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য চালু করেছিলেন বিশেষ মাতৃভূমি স্পেশাল লোকাল ট্রেন। যায এখনও চলছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই লোকাল ট্রেনের মত চালু করা হচ্ছে লেডিস স্পেশাল বাস। জানা যাচ্ছে মূলত, রাজ্যের মহিলাদের জন্যই এই নির্দিষ্ট বাস পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবহন দপ্তর সূত্রে খবর হাওড়া থেকেই সকাল সাড়ে নটা এবং দশটায় দু’টো বাস ছাড়বে। ওই বাসেই থাকবেন মহিলা কন্ডাক্টর। আর মজার বিষয় ঠিক ওই সময়েই হাওড়ায় লেডিজ স্পেশাল ট্রেন ঢোকে। তাই ট্রেন থেকে নেমেই বাসে উঠতে পারবেন মহিলা যাত্রীরা। প্রসঙ্গত এর আগেও  ২০১৩ সালে এই মহিলা স্পেশাল বাস চালু করা হয়েছিল। কিন্তু তা খুব অলদিনেই বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: ১২ বছর বয়সেই অধ্যাপক! মিলেছে হার্ভার্ডের স্বীকৃতিও, বিস্ময়কর বাঙালি বালকের কীর্তি গর্বিত করবে

জানা যাচ্ছে আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও আগামীদিনে তার সংখ্যা বাড়বে। এই বাস শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে। শুধু তাই নয় জানা যাচ্ছে আপাতত নন এসি বাস চালু হলেও আগামীদিনে এসি বাসও নামানো হতে পারে কলকাতার রাজপথে। এমনটাই জানিয়েছেন নিগমের এক কর্তা। এছাড়া বিকেলে অফিস থেকে ফেরার সময়েও মহিলাদের জন্য বাস রাখা হতে পারে।

Bus 2

রাজ্যের মহিলাদের জন্য আর্থিক সহায়তা করার একাধিক প্রকল্প চালু করার পর এবার চাকরিজীবী মহিলা এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য চালু করা হচ্ছে এই লেডিজ স্পেশাল বাস। এতে মহিলাদের আর ভিড়ে ঠাসাঠাসি করে বাসে উঠতে হবে না। তাছাড়া এই সমস্ত বাসে চেপেই নিরাপদে খুব সময়েই তাঁরা পৌঁছে যাবেন নিজেদের গন্তব্যস্থলে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর