বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, এদেশের মহিলাদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) যেমন বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এই রাজ্যের বহু মহিলা। আজ মহিলাদের জন্য চালু করা এমনই একটি প্রকল্প (Government Scheme) নিয়ে আলোচনা করা হবে। যেখানে মাসে মাসে ২১০০ টাকা করে দেয় রাজ্য সরকার।
মহিলাদের জন্য ধামাকা স্কিম (Government Scheme) রাজ্যের!
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ১০০০ টাকা (সাধারণ শ্রেণির মহিলাদের) ও ১২০০ টাকা (তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের) করে দেওয়া হয়। পরবর্তীতে এই স্কিমের ধাঁচে এদেশের একাধিক রাজ্যে নানান প্রকল্প চালু করা হয়েছে। আজ এমনই একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে।
এই প্রকল্পের নাম হল লাডো লক্ষ্মী যোজনা (Lado Lakshmi Yojana)। গত বছর হরিয়ানায় বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানকার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটে এই স্কিমের ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ‘ভুল বোঝাচ্ছেন? সোজা জেলে পাঠাব’! এবার কড়া নির্দেশ দিল ‘ক্ষুব্ধ’ হাইকোর্ট! কোন মামলায়?
জানা যাচ্ছে, মহিলাদের জন্য চালু করা এই প্রকল্পের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (Government of Haryana)। এই স্কিমের উপভোক্তাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়া হয়। তবে সেক্ষেত্রে রাজ্যের সব মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। লাডো লক্ষ্মী যোজনার সুবিধা পেতে গেলে আবেদনকারী মহিলাকে বেশ কয়েকটি শর্ত মানতে হবে।
জানা যাচ্ছে, দারিদ্রসীমার নীচে থাকা রেশন কার্ডধারী মহিলা তথা যে সকল মহিলার বিপিএল রেশন কার্ড রয়েছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই সঙ্গেই আবেদনকারী মহিলার একটি পারিবারিক পরিচয়পত্র এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে।
এই শর্তগুলি পূরণ করলেই রাজ্য সরকারের এই প্রকল্পের (Government Scheme) সুবিধা মিলবে। নাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে আগামীদিনে হাজার হাজার মহিলার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।