সংস্কৃত শ্লোক টুইট গাগার, রিপ্লাইতে ‘জয় শ্রী রাম’ লিখলেন ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক: এক টুইটেই বাজিমাত করে জিতে নিলেন অসংখ্য ভারতীয় ভক্তের হৃদয়। ভারতীয় ফ্যান সংখ্যা একলাফে অনেকটাই বাড়িয়ে নিলেন লেডি গাগা। রবিবার এই বিখ্যাত পপ তারকা সংস্কৃত ভাষায় টুইট করেন ‘লোকাহ সমস্তাহ সুখিনো ভবন্তু’ যার অর্থ সর্বত্র সকলে সুখে থাকুক। লেডি গাগার ওই ট্যুইট দেখে তাঁর ভারতীয় ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়।

তাঁর অদ্ভুত ফ্যাশানের পোশাক পড়ার জন্য হলিউডে বিশেষ খ্যাতি আছে লেডি গাগার। তিনি হঠাৎ সংস্কৃত ভাষায় কেন টুইট করলেন মুহূর্তেই এই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। বিশেষ করে পপ তারকার ভারতীয় ভক্তরা অনেকেই জানতে চান, এটা তাঁর কোনও নতুন গান বা অ্যালবামের নাম কি না। কেউ মজা করে বলেন, বাজারে নয়া স্মার্ট ফোন আসার সংস্কৃত অনুবাদ কিনা। লাইনটির অর্থ জানার জন্য অনেকেই গুগল ট্রান্সলেটও ব্যবহার করেছেন।

 

 

 

ইন্ডিয়ান নেটিজেনদের মধ্যে অনেকেই আবার এর জবাবে লিখেছেন, ‘জয় শ্রীরাম’। আবার কেউ লেখেন ‘রাধে রাধে’। আবার কেউ ‘ওম’ লিখেও পালটা ট্যুইট করেন তাঁকে।কেউ কেউ আবার বলতে শুরু করেন, সংস্কৃত ভাষায় এবার নতুন গানের অ্যালবামও আনতে পারেন সোয়ালো তারকা। সবকিছু মিলিয়ে সংস্কৃতে ওই ট্যুইট করার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে মার্কিন পপ তারকার ভক্তদের মধ্যে। অনেক ভারতীয় আবার অভারতীয়দের বোঝার জন্য এই মঙ্গলমন্ত্র কীভাবে ব্যবহার হয় তা ব্যাখ্যা করে দিয়েছেন। অনেকেই তাঁর প্রশংসা করে বলছেন তারা একজন জ্ঞানী রানীর পাশে সব সময়ে আছেন।

https://twitter.com/saagar_anand/status/1185795555722575872?s=19

https://twitter.com/Nitu603/status/1185795088103833602?s=19

 

সম্প্রতি ড্যান হর্টনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন লেডি গাগা। হর্টনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে ভবিষ্যতে। এমনই ইঙ্গিত দেন পপ তারকা। শুধু তাই নয়, এবার থেকে তিনি ফের একা (সিঙ্গল লেডি) হয়ে গেলেন বলেও জানান গাগা।

সম্পর্কিত খবর