বাংলাহান্ট ডেস্কঃ ঠিক যেন সিলভার স্ক্রিনের দৃশ্য। অচৈতন্য ব্যক্তিকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন এক মহিলা পুলিশ অফিসার। নিজে থেকেই ওই অসুস্থ ব্যক্তিকে কাঁধে করে কিছুটা হেঁটে তুলে দিলেন অটোতে। আর এই দৃশ্যের ভিডিও রীতিমত ভাইরাল (viral video) হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের (chennai) কিলপাউক এলাকার একটি কবরস্থান এলাকায়। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা চেন্নাই, চারিদিকে থইথই করছে শুধু জল আর জল। সারারাত বৃষ্টিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে পড়া ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মহিলা পুলিশ অফিসার রাজেশ্বরী।
#WATCH | Chennai, Tamil Nadu: TP Chatram Police Station's Inspector Rajeshwari carries an unconscious man, on her shoulders, to an autorickshaw in a bid to rush him to a nearby hospital.
Chennai is facing waterlogging due to incessant rainfall here.
(Video Source: Police staff) pic.twitter.com/zrMInTqH9f
— ANI (@ANI) November 11, 2021
জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে কিলপাউক এলাকার একটি কবরস্থানে বৃষ্টিতে ভিজে অচৈতন্য হয়ে গিয়েছিলেন বছর ২৮-র এক ব্যক্তি। অসুস্থ ব্যক্তিকে দেখে নিজেই ঝাঁপিয়ে পড়েন তাঁকে উদ্ধারের জন্য। নিজেই কাঁধে করে ওই ব্যক্তিকে অটোয় তুলে হাসপাতালের উদ্দেশ্যে পাঠালেন মহিলা পুলিশ অফিসার রাজেশ্বরী।
ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে রয়েছে তামিলনাড়ুর জনজীবন। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ুতে ১১টি দল এবং পুদুচেরিতে ২ টি দল মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। তবে জানা গিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় প্রায় ১৪ জন মারাও গিয়েছেন। এই বিপর্যয়ের জন্য স্থানীয় প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছে বাসিন্দারা।