বাংলা হান্ট ডেস্ক: টিকটকই যে তার সর্বনাশ ঘটাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি গুজরাটের এক যুবতী পুলিশ কর্মী। টিকটক ভিডিও বানিয়ে সকলকে আকর্ষণ করা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে পুলিশ স্টেশনেই নাচানাচি শুরু করে দিলেন এই যুবতী। এবং এই অভিযোগেই সাসপেন্ড করা হল ওই পুলিশ কর্মীকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও, সেখানে দেখা যায়, মেহসানা জেলার লাংঘনাজের থানায় লক-আপের ঠিক সামনে অর্পিতা চৌধুরি নামে এক পুলিশকর্মী তার মুখ ও শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে একটি জনপ্রিয় হিন্দি গানে নাচানাচি করছেন। গায়ে গোলাপি রঙের শার্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিপাকে পড়েন অর্পিতা। বুধবার তাকে সাসপেন্ড করে দেওয়া হয় পুলিশি দপ্তর থেকে।
https://twitter.com/i/status/1154034717831753729
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএসপি মঞ্জিতা ভাঞ্জারা জানান, অর্পিতা চৌধুরি থানার মধ্যে নাচানাচি করে, নিয়ম ভেঙেছেন। এমনকি ডিউটি চলাকালীন পুলিশি পোশাকেও ছিলেন না তিনি। তারপর থানার ভীতর দাড়িয়ে বানিয়েছেন টিকটক ভিডিও। ডিউটি কালীন এরকম শৃঙ্খলা লংঘন করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে অর্পিতাকে।