হাতে মাইক নিয়ে রাস্তায় প্রচার মহিলা পুলিশের “উই শ্যাল স্যানিটাইজ”

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক  করার চেষ্টা করছে।

আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। আর এখন সবথেকে খারাপ অবস্থায় আমেরিকা। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 4 লক্ষ 71 হাজার, আর এই ভাইরাসের জেরে আপাতত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 21 হাজার লোকের। আর এই পরিস্থিতিতে লক ডাউন হওয়ার কারণে পুলিশের মার মুখী রূপ সবাই দেখেছে। কিন্তু এই ভিডিওতে পুলিশের অন্য অবতার দেখে অবাক সবাই। দেখা গেছে হাতে মাইক নিয়ে রাস্তায় তিনি প্রচার করছেন “উই শ্যাল স্যানিটাইজ”।

210922af05a8c381648083513b784236

বিশ্বব্যাপী এই রোগের হাত থেকে  বিশ্বের উন্নয়নশীল দেশগুলোও রেহাই পেলো না। এই মুহূর্তে এই ভাইরাসের জেরে চীন,স্পেন, ইতালির পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। যেখানে ইটালির মতো উন্নতিশীল দেশে এই ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে 7 হাজারেরও বেশি মানুষের আর আমেরিকায় মৃত্যু হয়েছে 1 হাজার মানুষ। অফিসারের নাম তাবারাক ফাতিমা, যিনি বেঙ্গালুরুর ডিএস পি। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

৪৫ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত ২৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। তবে কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ তাঁর এই ভূমিকার যেমন প্রশংসা করেছেন। আবার কেউ তাঁর মুখোশ ছাড়া এ ভাবে বেরনোর বিষয়টি তুলে ধরেছেন। আবার কেউ লিখেছেন, দেশ এঁদের মতো মানুষের জন্যই আজও সচল।

সম্পর্কিত খবর