ঐশ্বর্যের মতোই গানে মাত করলেন সুন্দরী, ভাইরাল টিকটক ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ইন্টারনেট। স্মার্টফোন ও ইন্টারনেটের দৌলতে যে কত অসাধ্য সাধন করা যায় কিছু মানুষকে না দেখলে তা বিশ্বাস করা অসম্ভব। স্মার্টফোনের হাজারো অ্যাপস মানুষের জীবনই বদলে দিয়েছে।

সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী টিকটক ভিডিও করছেন। দিলকা রিস্তা ছবির গানের সঙ্গে টিকটক ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওতে দেখা যাচ্ছে, সুন্দর মেকআপ করে বেশ অভিনয় করে ভিডিও শুট করছেন তিনি।

https://www.facebook.com/100030910350743/videos/237519790621698/

এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরাও বেশ পছন্দ করেছে এই ভিডিও। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। সিঁথিতে চওড়া সিঁদুর পরে ঐশ্বর্য রাইয়ের ভঙ্গিতে গানের সুরে জমিয়ে টিকটক ভিডিও করেছেন ওই সুন্দরী।

দিলকা রিস্তা ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এই ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অর্জুন রামপাল। ছবির গানগুলি গেয়েছিলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। তাঁদের কণ্ঠে আলাদা একটা মাত্রা পেয়েছিল সেই সব গান। এখনও একই রকম জনপ্রিয় রয়েছে এই গানগুলো। সম্প্রতি টিকটক ভিডিওতে এই গানগুলিই আবারও ফিরে এসেছে। আর একই রকম জনপ্রিয় হয়েছে।

সম্পর্কিত খবর

X