বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা বাংলা জুড়ে শিক্ষা সংক্রান্ত দূর্নীতি নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজনীতি। কোথাও বেআইনিভাবে চাকরি বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে চলেছে, তো কোথাও আবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে দেওয়া হয়নি চাকরি। বর্তমানে এই অভিযোগে এক যুবককে লাইটপোস্টে বেঁধে বেধারক মারল গ্রামবাসীরা।
ঘটনার কেন্দ্রস্থল পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম-2 ব্লক। বর্তমানে এলাকায় একটি ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে চলেছে, যেখানে এক যুবককে লাইটপোস্টে বেঁধে রেখে মারধর করতে দেখা গিয়েছে এলাকাবাসীদের। পরবর্তীকালে অবশ্য স্থানীয় থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে বলে খবর। তবে এলাকাবাসীদের এই ক্ষোভের কারণ কি?
পুলিশ সূত্রে খবর, সঞ্জীব গুড়িয়া নামে ওই যুবকটির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে মারধর করা হয় বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীকালে পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। অভিযোগ, এলাকায় বহু লোককে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেয় সঞ্জীব। পরবর্তীকালে অবশ্য কাউকে চাকরি দেওয়া হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা এবং তার কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। জানা গিয়েছে, এরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তবে গত মঙ্গলবার তাকে পাকড়াও করে এলাকাবাসী এবং তৎক্ষণাৎ একটি লাইটপোস্টে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অবশ্য অপরদিকে আবার এই ঘটনায় রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি দুই পক্ষ। একদিকে বিজেপি দাবি করেছে, “অভিযুক্ত যুবক তৃণমূল দ্বারা আশ্রিত। শাসক দলের নির্দেশেই এই কাজ করেছে ও। তবে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে মারধর খেতে হয়েছে।” যদিও অপরদিকে সঞ্জীবের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই বলেই জানিয়েছে তৃণমূল।