শুধু কৃষকই না, লখিমপুরে মৃত্যু হয়েছে ৪ বিজেপি কর্মী ও ১ সাংবাদিকের! তালিকা প্রকাশ করল প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার উত্তর প্রদেশের লখিমপুর কৃষকদের বিক্ষোভে হওয়া দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন কৃষকের পাশাপাশি ৪ জন বিজেপি সমর্থকও রয়েছে। এছাড়াও একজন স্থানীয় সাংবাদিক লখিমপুর হিংসার বলি হয়েছেন। এছাড়াও ৭ জন আহত হয়েছেন। সোমবার প্রশাসন মৃত আর আহতদের তালিকা জারি করেছে।

লখিমপুরের এই কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রা টেনির পুত্র আশিস মিশ্রার বিরুদ্ধে কৃষকদের হত্যা করার অভিযোগ উঠেছে। আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ে হয়েছে। কৃষকরা অভিযোগ করে বলেছেন যে, আন্দোলনরত কৃষকদের উপর ইচ্ছে করে আশিস গাড়ি চড়িয়ে দিয়েছিল। আর সেই গাড়ি দুর্ঘটনার কারণে ৪ জনের মৃত্যু হয়। যদিও, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে এরকম অভিযোগ অস্বীকার করেছেন। আশিস পাল্টা অভিযোগ করে বলেছেন, কিছু উপদ্রবি কৃষক বিজেপির সমর্থকদের উপর হামলা করেছিল। সেই হামলায় তাঁর গাড়ির ড্রাইভার সমেত ৪ জনের মৃত্যু হয়।

যেই কৃষকদের মৃত্যু হয়েছে 
দলজিৎ সিং (৩২)
গুরবিন্দর সিং (২০)
লবপ্রীত সিং (২৪)
নছত্তর সিং (৬০)

যেই বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে
হরিওম
শ্যাম সুন্দর
শুভম মিশ্রা
রমণ কশ্যপ

যারা আহত হয়েছেন
গুরুনাম সিং
মেজর সিং
সাহেব সিং
সন্দীপ সিং
প্রভজিৎ সিং
তজিন্দর সিং

Koushik Dutta

সম্পর্কিত খবর