কীভাবে হবেন ‘লাখপতি দিদি?’ মোদি সরকারের নতুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক : অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ১লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশের সময় জানিয়েছিলেন ‘লাখপতি দিদি’ প্রকল্পের (Lakhpati Didi Scheme) লক্ষ্যমাত্রা বাড়ানো হবে। অর্থমন্ত্রী জানান, এই স্কিমের লক্ষ্য ২ কোটি থেকে বৃদ্ধি করে ৩ কোটি টাকা করা হচ্ছে। আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সেই সম্পর্কে জেনে নেব আজ।

‘লাখপতি দিদি’ প্রকল্পের (Lakhpati Didi Scheme) বিবরণ

আদতে একটি স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ‘লাখপতি দিদি’ (Lakhpati Didi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে সরকার মহিলাদের (Women) দক্ষতা প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে চায় যাতে তারা ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের দেওয়া হয় LED বাল্ব তৈরি , প্লাম্বিং, ড্রোন চালানো ও মেরামত এবং আরও একাধিক কাজের প্রশিক্ষণ।

   

আরোও পড়ুন : এতগুলি FAITH বানান থেকে খুঁজে বের করুন ভুল বানানটি! প্রমাণ করুন নিজের দৃষ্টিশক্তি

স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয় এই প্রকল্প। মহিলাদের বিশেষভাবে গাইড করা হয় এই স্কিমের অধীনে ব্যবসা শুরু করার জন্য। ট্রেডিং কৌশল ও বাজারজাতকরণের সাহায্য করা হয়। ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের অধীনে। তারসাথে মহিলাদের উৎসাহ দেওয়া হয় সেভিংসের জন্য। 

আরোও পড়ুন : বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক! পৃথিবীতে আছড়ে পড়বে SpaceX-এর ২০ টি স্যাটেলাইট, কিভাবে ঘটল বিপদ?

এই প্রকল্পের অধীনে কম খরচে দেওয়া হয় বীমা কভারেজ। এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যে কোনও মহিলা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যুক্ত হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সাথে। আপনাকে যেতে হবে এলাকার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর অফিসে। সেখানে আপনাকে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ও নথি।

তারপর আপনার আবেদন পর্যালোচনা করা হবে। আবেদন মঞ্জুর হলে প্রদান করা হবে ঋণ। কেন্দ্রের (Central Government) এই স্কিমে (Lakhpati Didi Scheme) নাম লেখানোর জন্য যে নথিগুলি প্রয়োজন সেগুলি হল-আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নম্বর, emet আইডি, পাসপোর্ট সাইজ ছবি।

The central government is giving a big surprise before the election

‘সেল্ফ হেল্প গ্রুপ’ ব্যবসায়িক পরিকল্পনা প্রথমে আপনাকে তৈরি করে ফেলতে হবে এই প্রকল্পে প্রবেশ করার জন্য। পরিকল্পনা প্রস্তুত হলে স্বনির্ভর গোষ্ঠীর তরফে আপনার আবেদন পাঠানো হবে সরকারের কাছে। সরকারের পক্ষ থেকে আপনার আবেদন গৃহীত হলে এই প্রকল্পের সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা সুদবিহীন ঋণ পেয়ে যাবেন এই প্রকল্পের অধীনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর