মাথায় হাত মলদ্বীপের, এবার ‘হলিডে ডেস্টিনেশন’ হয়ে উঠবে লাক্ষাদ্বীপই! শুরু হচ্ছে ৮টি মেগা প্রজেক্ট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মালদ্বীপ নয়, এবার লাক্ষাদ্বীপকে (Lakshadweep) ‘হলিডে ডেস্টিনেশন’ (Holiday Destination) হিসাবে গড়ে তুলতে বেশকিছু বড় প্রজেক্ট হাতে নিচ্ছে কেন্দ্র। মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপের উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ও পর্যটকদের জন্য উন্নত সুযোগসুবিধা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ৮টি প্রজেক্ট শুরু করতে চলেছে।

লাক্ষাদ্বীপকে (Lakshadweep) নিয়ে বড়সড় প্ল্যানিং কেন্দ্রের

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রের (Central Government) উদ্যোগে কাভারাত্তি, অগাত্তি ও মিনিকয় দ্বীপে বড় জাহাজ ঢোকার ব্যবস্থা গড়ে তোলা হবে। ক্যালপেনি, কদমথ এবং অ্যান্ড্রথ দ্বীপে ফ্যাসিলিটেশন সেন্টার সহ অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হবে। ওপেন জেটি নির্মাণ করা হবে কল্পেনি ও কদমত দ্বীপে।

Infrastructural improvement is being done in Lakshadweep

সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে জেটি এবং ল্যান্ডস্লাইড তৈরির কাজ। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, লাক্ষাদ্বীপে তৈরি করা হবে মাল্টিমোডাল জেটি। একই জায়গা থেকে সবধরনের পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এমন ভাবনা প্রশাসনের। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দ্বীপগুলির মধ্যে বাড়বে যোগাযোগ ব্যবস্থা, যার ফলে সুবিধা হবে যাত্রীদেরও।

আরোও পড়ুন : রাজ্যসভায় তৃণমূল প্রার্থী! কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আসল পরিচয় চমকে দেবে

সূত্রের খবর, প্রথম মেগা প্রোজেক্ট হতে চলেছে লাক্ষাদ্বীপের (Lakshadweep) কেন্দ্রে অবস্থিত কদমথ দ্বীপে। জেটি এবং ল্যান্ডসাইড তৈরি করা হবে এই দ্বীপের পূর্ব ও পশ্চিম দিকে। ৩০৩ কোটি টাকা ব্যয় করা হবে এই প্রজেক্টের জন্য। জাহাজ এবং ক্রুজ বার্থ করার পাশাপাশি এখানে যাত্রীদের জন্য ওয়েটিং রুম, পৃথক ট্রানজিট এলাকাও থাকতে চলেছে।

Tata Group entered the Lakshadweep-Maldives war

এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে ক্যালপেনি, কদমথ এবং অ্যান্ড্রথ দ্বীপে অত্যাধুনিক যাত্রী সুবিধা কেন্দ্র, গুদাম ইত্যাদি। সম্প্রসারণ করা হবে কাভারাত্তি, অগাত্তি এবং মিনিকয় দ্বীপ। এমনকি জেটি সংস্কার করা হবে ক্যালপেনি এবং কদমথ দ্বীপের পশ্চিমাঞ্চলের। এছাড়াও সংস্কার করা হবে অ্যান্ড্রথ ব্রেকওয়াটারের। পাশাপাশি সংস্কার করা হবে ক্যালপেনি, কদমথ এবং অ্যান্ড্রথ দ্বীপের স্লিপওয়ে ও অন্যান্য পরিকাঠামো।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X