৭৭-এ শুরু জীবনের সেকেন্ড ইনিংস! দ্বিতীয় বিয়ে সারলেন একদা দাপুটে বাম নেতা লক্ষণ শেঠ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। কিন্তু অনেকেই খবর বা পুরো খবর ভেবে এই দাবিগুলো উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সত্যিই ৭৭ বছর বয়সে এসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন প্রাক্তন সিপিএম এবং বর্তমান কংগ্রেস নেতা লক্ষণ শেঠ (Lakshman Seth)।

কিন্তু আচমটাই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি। ঘনিষ্ঠমহলের প্রাক্তন বাম বিধায়ক জানিয়েছেন যে প্রথম স্ত্রীর মৃত্যুর পর অত্যন্ত একাকীত্বে ভুগছিলেন তিনি। তাই জীবনে দ্বিতীয়বার সুযোগ আসায় সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

তবে বর্তমানে কংগ্রেসের সঙ্গে যুক্ত এককালের দাপুটে নেতা নিজের ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে সমালোচকদের সমালোচনায় তিনি কান দেন না। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে অতিরিক্ত মন্তব্য করা সমীচীন বলে মনে করছেন না তিনি নিজেই।

তবে জানা গিয়েছে তার বর্তমান স্ত্রী কলকাতার বাসিন্দা। তিনি ৪২ বছর বয়সী এবং নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। তাকে বিয়ে করাটা কোনও বেআইনি কাজ নয়, তাই কাউকে জবাবদিহিও করতে চান না লক্ষণ।

২০১৬ সালে নিজের প্রথম স্ত্রী তমালিকা পণ্ডাকে হারিয়েছিলেন লক্ষণবাবু। তারপর থেকে নিজের সংসার, রাজনৈতিক ময়দান এবং ব্যবসায়িক ক্ষেত্রে সবই একার হাতে দক্ষতার সঙ্গে সামলিয়েছেন তিনি। তার দুই ছেলেকে শেষ কিছু বছর ধরে জীবনের পথে একাই গাইড করেছিলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর