বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে তার সত্যি হলো। বাংলার প্রাক্তন তারকা অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা কেই নতুন কোচের দায়িত্ব দিল সিএবি। সেই সঙ্গে প্রাক্তন ভারতীয় ওপেনার ডব্লিউ ভি রমনকে বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করছে সিএবি। লক্ষ্মী-রমন জুটি এখন বাংলাতে সাফল্য এনে দিতে পারেন কিনা তা জানতে উৎসাহী বাংলার ক্রিকেটমহল।
কিছুদিন আগেই বাংলার ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়েছেন অরুণ লাল। রঞ্জি সেমিফাইনালে একপেশে হারের পর থেকেই জল্পনা বেড়েছিল সেই নিয়ে। শেষ পর্যন্ত সিএবি তাকে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেই নিজের ইস্তফাপত্র সিএবি অফিসে জমা দিয়েছেন প্রাক্তন বাংলার কোচ। ইস্তফার কারণ হিসেবে এই বয়সে ধকল না সামলাতে পারাকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি।
এরপর থেকেই বাংলার নতুন কোচ কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। প্রকাশ্যে না হলেও খবর শোনা গিয়েছিল যে বেশকিছু প্রাক্তন বাংলার ক্রিকেটার বাংলার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যার মধ্যে শামিল ছিল বিজেপির সঙ্গে যুক্ত প্রাক্তন বঙ্গ পেসার অশোক দিন্দার নামও। তবে যেভাবে বাংলাতে ক্রিকেটে অধ্যায় শেষ হয়েছে তারপর যে দিন্দাকে এই দায়িত্ব দেওয়া হবে না তা জানাই ছিল। প্রাক্তন বাংলা স্পিনার সৌরাশিস লাহিড়ী ও পেসার শিবশংকর পালের নামও আলোচনায় উঠে এসেছিল।
তবে প্রথম থেকেই মনে করা হচ্ছিলো এই ব্যাপারে সিএবির সবথেকে পছন্দের ক্যান্ডিডেট হলেন লক্ষ্মীরতন শুক্লা। প্রাক্তন অলরাউন্ডার বাংলার হয়ে দীর্ঘদিন সাফল্যের সাথে পারফরম্যান্স করে গেছেন। মাঝে খেলা ছাড়ার পর কিছুদিন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সেই পর্বও এখন অতীত। ফলে অভিমুন্য ঈশ্বরণদের দায়িত্ব নিতে কোনো বাধা ছিল না লক্ষ্মীর সামনে।