এর কাছে নস্যি মুকেশ আম্বানির রাজপ্রাসাদও! বিশ্বের সবথেকে বড় ও বিলাসবহুল বাড়ি কোথায় আছে জানেন?

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের তিনি টেক্কা দেন অনায়াসেই। মুকেশ আম্বানির (Mukesh Ambani) প্রাসাদপম বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি-সব কিছুতেই থাকে চমক। তার বাড়ি অ্যান্টিলিয়ার (Antilia) কথা কমবেশি সকলেই জানেন। দক্ষিণ মুম্বইয়ের অল্টমাউন্ড রোডে পৃথিবীর অন্যতম দামি বাড়ি ‘অ্যান্টিলিয়া’। চার লক্ষ বর্গফুটের ২৭ তলা বাড়িটির উচ্চতা ৫৭০ ফুট। তবে এবার বোধহয় সেই গরিমা গেল।

কারণ মুকেশ আম্বানির এই বিলাসবহুল প্রাসাদকে টেক্কা দিচ্ছে এই প্যালেস। আপাতত এটিকেই বিশ্বের সবচেয়ে বড় বাড়ি বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেএকাধিক ছবি ভিডিও। শুনে হয়ত অবাক হবেন যে, অ্যান্টিলিয়াকে টেক্কা দেওয়া এই প্রাসাদপ্রম বাড়ি ভারতেই অবস্থিত।

আম্বানির অ্যান্টিলিয়ার কথা বললে, অ্যাটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামে এই বাড়ির নামকরণ করা হয়েছে। এই বহুতলের অন্দরসজ্জা যে কোনও বিলাসবহুল হোটেলকেও হার মানাবে। জিম, বিউটি পার্লার, সুইমিং পুল, পঞ্চাশটি আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ থেকে শুরু করে কী নেই এই বাড়িতে।

unnamed 2022 07 28t211101889

তবে মুকেশ আম্বানির এই বহুতলকে টেক্কা দিচ্ছে এই বাড়ি। সূত্রের খবর, এই বাড়িটি এতটাই বড় যে এখানে অনায়াসে ৭০০ টিরও বেশি ফুটবলের মাঠ তৈরি করা যেতে পারে। এটা থেকেই আপনি অনুমান করতে পারবেন যে এই বাড়িটি ঠিক কতটা বড়। জানিয়ে দিই, বাড়িটির আয়তন প্রায় ৩,০৪,৯২,০০০ বর্গফুট অর্থাৎ ৭০০ একর।

laxmi vilas palace2

এই প্রাসাদপ্রম বাড়িটির নাম আসলে লক্ষ্মীবিলাস প্যালেস (Lakshmi Vilas Palace )। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই প্রাসাদ সাক্ষাৎ ধনদেবীর আবাসস্থল। প্রাসাদের বহির্ভাগ যেমন চোখ টানে, তেমনই চোখ ঝলসে দেয় ইতালিয়ান মার্বেলে মোড়া অন্দরমহল এবং তার সাজ। এখানে রয়েছে একটি গল্ফ খেলার মাঠ, পাশাপাশি রয়েছে একটি ছোটখাটো মিউজিয়ামও। সাধারণত পর্যটকদের জন্য ব্যবহার করা হয় এই বাড়ি।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর