স্বয়ং মা লক্ষ্মী নিচ্ছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র ফর্ম! শাসকের কর্মকাণ্ডের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছু দিন ধরেই শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প। আর সেখানেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে এবারের সংযোজন ‘লক্ষী ভান্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্প। এই প্রকল্পের আয়ত্তাভুক্ত হওয়ার জন্য বিভিন্ন এলাকায় দেখা গিয়েছিল মানুষের উপছে পড়া ভিড়।

বিভিন্ন জায়গায় এই ফর্ম ফিলাপ নিয়ে দুর্নীতি থেকে হুড়হুড়িতে আহতও হয়েছিলেন বেশকিছু মানুষ। তবে এই লক্ষী ভাণ্ডারের ফর্ম জমা নেওয়ার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ নিল বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক (Saltlake) দত্তাবাদ এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প।

f265225f62e95f413b4e023e2320fe13 original

ফর্ম জমা দিতে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের এই অভিনব চমক দেখে, কিছুটা আনন্দই পেলেন এলাকাবাসী। সেখানে দেখা গেল এক মহিলাকে মা লক্ষ্মীর সাজে সাজানো হয়েছে। আর এই ‘লক্ষী ভান্ডার’ প্রকল্পের ফর্ম তাঁর হাতেই জমা দিতে হচ্ছে। লাইন করে এগিয়ে এসে, যেন লক্ষ্মীর হাতেই জমা দেওয়া হচ্ছে ‘লক্ষী ভান্ডার’ প্রকল্পের ফর্ম। মঙ্গলবার এমন অভিনব উদ্যোগের জন্য প্রশংসিত হল সল্টলেকের ওই ক্যাম্প।

প্রসঙ্গত, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নির্বাচনের পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘লক্ষী ভান্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। আর ক্ষমতায় আসার পরই দুয়ারে সরকারে ক্যাম্পের মাধ্যমে চালু করলেন ‘লক্ষী ভান্ডার’ প্রকল্পের ফর্ম বিলি। এই প্রকল্পের আয়ত্তায় পড়বেন পরিবারের সকল মহিলারাই, তবে বয়স হতে হবে ২৫-৬০ বছরের মধ্যে।

hccbcbb

এই প্রকল্পের আয়ত্তাভুক্ত SC, ST মহিলারা পাবেন মাসিক ১০০০ টাকা করে এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে পাবেন ৫০০ টাকা করে। তবে কোন সরকারী চাকুরিজিবি পরিবার এই প্রকল্পের আয়ত্তাভুক্ত হতে পারবেন না।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর