পুজোর আগেই সুখবর! সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এবার কত মিলবে?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। ২০২১ বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার।

লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) নয়া আপডেট!

রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হতো। তবে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক একধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়! বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা পাচ্ছেন। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা পাচ্ছেন ১২০০ টাকা।

   

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাতখরচ হিসেবে ব্যবহার করেন, কেউ আবার সংসারের কাজে লাগান। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা হবে অনেকের।

আরও পড়ুনঃ ‘সন্ধান চাই’! আরজি করে হামলাকারীদের ছবি প্রকাশ, কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

সরকারি সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ১ এপ্রিল এই স্কিমের (Government Scheme) ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষো শোনা যাচ্ছে, লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ‘সুখবর’ দেওয়া হতে পারে।

Lakshmir Bhandar Government of West Bengal scheme document details

জল্পনা শোনা যাচ্ছে, আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের (Lakshmir Bhandar) ভাতা ফের বাড়ানো হতে পারে। ১০০০ টাকা, ১২০০ টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা ১৫০০ টাকা বা ২০০০ টাকা করা হতে পারে। এই বিষয় এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে। সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর