রাজ্যের মহিলাদের জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের পর চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার! কত টাকা পাওয়া যাবে?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে (Lakshmir Bhandar) সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের। তার পাল্টা আবার বিজেপির তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) কথা বলা হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রত্যেকেই ভোটের সময় অন্নপূর্ণা ভাণ্ডারকে সামনে রাখেন। এবার ভোট মিটতেই এই নিয়ে শুরু হল চর্চা।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর জনজাতির মহিলারা মাসিক ১২০০ টাকা করে ভাতা পান। এর পাল্টা হিসেবে BJP-র তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার তুলে ধরা হয়। মেদিনীপুরের (Medinipur) পদ্ম প্রার্থী অগ্নিমিত্রা পালও ভোট প্রচারে বেরিয়ে অন্নপূর্ণা ভান্দারে মাসিক ৩০০০ টাকা দেওয়ার কথা বলেন। এবার এই নিয়েই ফ্লেক্স পড়ল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে।

মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ পূর্ব পঞ্চায়েত ভোটে BJP-র দখলে চলে যায়। এবারের লোকসভা নির্বাচনে এই সংসদে তৃণমূলের জুন মালিয়ার থেকে এগিয়ে ছিলেন BJP-র অগ্নিমিত্রা পাল। যদিও শেষ অবধি জয়ী হয়েছেন জুন। এবার ভোটের রেজাল্ট বেরনোর সপ্তাহ দুয়েকের মাথায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ফ্লেক্স পড়ল গুড়গুড়িপালে।

আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! বুধেই ED দফতরে হাজিরা দিতে পারেন ঋতুপর্ণা, আজই সব ফাঁস?

সেই ফ্লেক্সে লেখা রয়েছে, ‘গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার ৩০০০ টাকা’। ১৫ জুন থেকে ৩০ জুন অবধি আবেদন করা যাবে বলে উল্লেখ রয়েছে সেখানে। ফ্লেক্সে আরও লেখা, ‘ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে। প্রচারে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংবাদ’। যদিও কে বা কারা এই ফ্লেক্স লাগিয়েছে তা এখনও জানা যায়নি।

BJP-র তরফ থেকে এই নিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। স্থানীয় TMC নেতা গৌতম বিশই এই প্রসঙ্গে বলেন, ‘ফ্লেক্স কারা টাঙিয়েছে সেটা বলতে পারব না। তবে BJP-র কার্যকর্তারা নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছিলেন কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩০০০ টাকা দেওয়া হবে। সেই কারণে এখন গ্রামবাসীরা দাবি করছেন’। অন্যদিকে পদ্ম শিবিরের মণ্ডল সভাপতি সুজিত জানা বলেন, ‘TMC-র লোকেরা এই সকল পোস্টার দিয়ে এলাকায় বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। মানুষ সেটা মেনে নেবে না। আমরা বলছি রাজ্য যদি BJP সরকার আসে তাহলে ৫০০০ আকা করে অন্নপূর্ণা ভাণ্ডার মাতৃশক্তিকে দেওয়া হবে’।

Lakshmir Bhandar Annapurna Bhandar

এদিকে এই প্রসঙ্গে স্থানীয় মহিলা হীরা পাতর বলেন, ‘BJP-র লোকজন নির্বাচনী প্রচারে আমার বাড়ি গিয়ে বলেছিল, কেন্দ্রে যদি মোদী সরকার আসে তাহলে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। এখন তো কেন্দ্রে মোদী সরকার রয়েছে, তাহলে এবার দিক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর