ভারতরত্ন পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ভারতরত্ন সম্মানে (Bharat Ratna) ভূষিত হচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani)। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে লালকৃষ্ণ আডবাণীকে। শনিবার এই সম্মানের কথা নিজে ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একথা টুইট করে সকলকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে লালকৃষ্ণ আদভানিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাঁকে অভিনন্দন জানিয়েছি’। পাশাপাশি টুইট বার্তায় লালকৃষ্ণ আডবাণীকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু খায় হয়তো’, রাহুলকে জোর কটাক্ষ মমতার

প্রধানমন্ত্রী আরও লেখেন, তিঁনি এই সময়ের অন্যতম সম্মানিত রাজনীতিবিদ। ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। দেশের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখা থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও তাঁর কাজ গোটা দেশবাসীর মনে থাকবে।

lal krishna advani

আরও পড়ুন: এবারের মত টাটা শীত! এবার দক্ষিণবঙ্গে আসছে অন্য টুইস্ট, একনজরে আবহাওয়ার খবর

প্রধানমন্ত্রী লিখেছেন, “তাঁকে ভারতরত্ন প্রদান করা আমার জন্য একটি অত্যন্ত আবেগময় মুহূর্ত,”। উল্লেখ্য, তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময়ে সঙ্ঘ পরিবারের মূল কান্ডারি ছিলেন আডবাণী। ভারতবর্ষে প্রথম রামরথ ছুটিয়েছিলেন আডবাণীই। কিছুদিন আগেই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যে আন্দোলনের সূচনা করেছিলেন আডবাণী তা সম্পূর্ণ হয়েছে মোদীর হাত ধরে। রাম আসার পরই এবার ভারতরত্ন দেওয়া হল আডবাণীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর