‘বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু খায় হয়তো’, রাহুলকে জোর কটাক্ষ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারংবার বকেয়া টাকা চেয়েও না মেলায় এবার ধর্নায় ময়দানে মমতা। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার জন্য ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই কখনও কেন্দ্র সরকার, কখনও কেন্দ্রীয় এজেন্সি আবার কখনও ইন্ডিয়া জোটের শরিক হয়েও কংগ্রেসের (Congress) বিরুদ্ধে একেবারে খড়্গহস্ত হলেন তৃণমূল সুপ্রিমো।

বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। কং নেতাকে তাদের সাথে বসে বিড়ি বাধঁতেও দেখা যায়। শিশুদের সাথেও গিয়েছিল রাহুলকে। এই ঘটনা নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেসকে নিশানা করে মমতা বলেন, ৪০টা সিট তুমি পাবে কি না জানি না। আজ তোমার এত অহঙ্কার।…

একই সাথে মমতা বলেন, “আমরা ২টো আসন দিতে চেয়েছিলাম। আমি তাও বলেছিলাম, দুটো দেব। তোমাদের জিতিয়েও দেব। বলল হবে না। আমি বললাম কটা চাই, ৪২টা? রিজেক্টেড। তার পর থেকে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই, কথাও হয়নি। যোগাযোগ নেই।”

ওদিকে নাম না নিয়ে রাহুলকে নিশানা করে মমতা বলেন, ,’বাবা..বসন্তের কোকিলরা চলে এসেছে। এখন নির্বাচন এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করছে। এরা চা বানাতেই জানে না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কী বোঝেই না! বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। তা খেতেই পারে, আমাদের গ্রামের লোকেরা অনেকে বিড়ি খায়। এটা নিয়ে আমি বলছি না।’

নিজের অসন্তোষের কথা প্রকাশ করে মমতা আরও বলেন, “বাংলায় প্রোগ্রাম করতে এসেছে। আমরা নাকি ইন্ডিয়া জোট। একবার তো তথ্য দেবে যে অমুক দিন থেকে বাংলায় প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাকে তো কেউ বলেনি। আমি প্রশাসন সূত্রে জেনেছি। ডেরেককে ফোন করে বলেছে, আমাদের গাড়িটা পাশ করিয়ে দাও।’

mamata

আরও পড়ুন: ‘BJP-র বিরুদ্ধে কিছুই বলছ না, কে কোথায় বোঝাপড়া করছে জানি’, আইনমন্ত্রী মলয় ঘটককে নিশানা মমতার

হুঙ্কার করে মমতা বলেন, ‘আমাকে একবারের জন্যও জানায়নি। বুকের পাটা থাকলে উত্তরপ্রদেশের বেনারসে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো… রাজস্থান, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। মণিপুরে যখন অশান্তি তখন কোথায় ছিলে? আমরাই কিন্তু টিম পাঠিয়েছিলাম।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর