সেনা মৃত্যুর বদলা নিল আমেরিকা! মধ্যরাতে ইরাক, সিরিয়ার ৮৫ জায়গায় হামলা, শেষ ১৮ জঙ্গি

বাংলাহান্ট ডেস্ক : জর্ডন হামলার পাল্টা আমেরিকা হামলা চালাল ইরাক-সিরিয়ায়। জর্ডনে ভয়ংকর হামলায় প্রাণ যায় তিন মার্কিন সেনা ও আহত হয় ৪০ জনেরও বেশি। এবার ৮৫ টি জায়গা টার্গেট করে এই হামলা চালিয়েছে আমেরিকা। দাবি করা হচ্ছে এই হামলায় বহু সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

পেন্টাগন সূত্রে খবর, এই হামলায় সিরিয়ায় ১৮ জন জঙ্গি নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফে শুক্রবার একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ইরাক-সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড এবং তাদের সমর্থিত মিলিশিয়ার ৮৫-টি জায়গায় মার্কিন যুদ্ধবিমান প্রতিশোধমূলক বিমান হামলা করেছে।

আরোও পড়ুন : এবারের মত টাটা শীত! এবার দক্ষিণবঙ্গে আসছে অন্য টুইস্ট, একনজরে আবহাওয়ার খবর

বিশেষ করে ইরানের কুদস বাহিনীকে লক্ষ্য করেছে মার্কিন সেনাবাহিনী। তথ্য প্রকাশ করে মার্কিন সেনাদের তরফে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড এবং ইরাক-সিরিয়ায় তাদের সমর্থিত মিলিশিয়ার ৮৫-টি জায়গা চিহ্নিত করে প্রতিশোধমূলক বিমান হামলা চালানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে গত শুক্রবার।

আরোও পড়ুন : CAG রিপোর্টে ‘মিথ্যাচার’! মোদিকে চিঠি দিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা

তবে ইরানের অভ্যন্তর কোনও জায়গাকে টার্গেট করেনি আমেরিকার সেনাবাহিনী। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, আমেরিকার সেনাবাহিনী হামলা করেছে ইরানের সামরিক বাহিনী ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর পাশাপাশি তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপরেও। আমেরিকার এই দূরপাল্লার যুদ্ধবিমানগুলি হামলা করেছে ৮৫ টিরও বেশি লক্ষ্যবস্তুতে।

us air strikes in syria iraq 1706919719

১২৫টিরও বেশি যুদ্ধোপকরণ ব্যবহৃত হয়েছে এই হামলায়। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল)-এর মুখপাত্র জন কিরবি বলেছেন, এই হামলা চলেছে প্রায় ৩০ মিনিট ধরে। নির্দিষ্ট সময়ে হামলা চালানোর পর আবার ফিরে এসেছে আমেরিকার বি-১ যুদ্ধবিমানগুলি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর