নিজাম প্যালেসে হাজিরা লালার, নিজে থেকেই ধরা দিল CBI-র কাছে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিজে থেকেই সিবিআই দফতরে হাজির হলেন লালা (lala) ওরফে অনুপ মাঝি (anup majhi)। কয়লা পাচার কাণ্ডে মুল অভিযুক্ত লালাকে হাজিরা দেওয়ার জন্য প্রায় ৪ বার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। একবারও তাঁর সদব্যবহার করেননি লালা।

এমনকি লালার বাড়িতেও তল্লাশি চালিয়ে তাঁর কোন খোঁজ পাননি সিবিআই আধিকারিকরা। অবশেষে মঙ্গলবার সকালে নিজে থেকেই সিবিআই দফতর নিজ়াম প্যালেসে হাজিরা দেন কয়লা পাচার কাণ্ডে মুল অভিযুক্ত লালা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সন্দেহ করেছিল খুব শীঘ্রই গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়ে বিদেশে পালাতে পারে লালা। সেই কারণেই তার বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছিল।

X