বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর কেটে গিয়েছে তিন সপ্তাহ। আগামী ৯ সেপ্টেম্বর এই নারকীয় ঘটনার এক মাস হবে। প্রায় রোজই মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ। সোমবার ‘লালবাজার অভিযান’এ নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন দুপুর ২টো কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় তাঁদের মিছিল। লালবাজারের (Lalbazar Abhijan) উদ্দেশে মিছিল শুরু হলেও মাঝপথেই আটকে দেওয়া হয় তাদের।
রাস্তার মাঝেই অবস্থান জুনিয়র চিকিৎসকদের (Lalbazar Abhijan)
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ ‘লালবাজার অভিযান’এর ডাক দেওয়া হয়েছিল। তবে গন্তব্য অবধি পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয় তাঁদের। তাতেও অবশ্য দমতে নারাজ আন্দোলনকারীরা। রাস্তাতেই পোড়ানো হয় বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) কুশপুতুল। যতক্ষণ না পুলিশ দাবি মানছে, ততক্ষণ অবধি অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা।
- কী বলছেন ছাত্রদের প্রতিনিধিরা?
জানা যাচ্ছে, লালবাজারের (Lalbazar Abhijan) অনেক আগে মিছিল আটকে দেওয়া হলেও ছাত্রদের প্রতিনিধিদের লালবাজার যাওয়ার অনুমতি প্রদান করা হবে। তবে তাঁরা বলছেন, এত দূরে মিছিল রেখে তাঁরা যেতে নিরাপত্তা বোধ করছেন না। এদিকে পুলিশের তরফ থেকে কোনও প্রতিনিধি দল এখনও অবধি পাঠানো হয়নি বলে খবর।
আরও পড়ুনঃ DA আন্দোলনের মুখ! এবার হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর, হঠাৎ কী হল?
এদিকে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ‘লালবাজার অভিযান’এর জন্য সম্পূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এদিকে আন্দোলনকারীদের দাবি, বিনীত গোয়েলের পদত্যাগ। এদিকে জুনিয়র চিকিৎসকদের মিছিল আটাকাতে যেভাবে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
জুনিয়র ডাক্তাররা বলছেন, আমরা মনে করি সবার গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার রয়েছে। আমাদের নির্দিষ্ট দাবি রয়েছে। আমাদের অবস্থান চলবে। এদিনের মিছিল থেকে দফা এক, দাবি এক বিনীত গোয়েলের পদত্যাগের স্লোগানও উঠতে থাকে।
জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে অনেক সাধারণ মানুষও শামিল হয়েছেন। কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালও আজকের ‘লালবাজার অভিযান’এ শামিল হয়েছেন। ন্যায়বিচারের দাবিতে সুর চড়িয়েছেন তাঁরাও। লালবাজারের (Lalbazar Abhijan) বহু আগে মিছিল আটকে দিলেও আন্দোলনকারীরা এখনও দমতে রাজি নন। রাস্তায় বসেই চলছে তাঁদের অবস্থান।