মমতা অতীত! এবার এই ’হেভিওয়েটে’র পদত্যাগের দাবি! লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তা ক্ষিপ্ত করেছে গোটা রাজ্যকে। বাংলার গণ্ডি পেরিয়ে এই কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবার আরজি কর ঘটনার প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের (Lalbazar Abhijan) ডাক দিলেন তাঁরা।

  • জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান (Lalbazar Abhijan)

হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকদের ধর্ষণ করে খুন! রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সকলে। ফাঁসি, ন্যায়বিচারের দাবির পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে প্রতিবাদকারীদের মুখে। এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) ইস্তফার দাবি তুললেন জুনিয়র চিকিৎসকরা। এই দাবি সামনে রেখে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

   
  • কী বলছেন জুনিয়র চিকিৎসকরা?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বর্তমানে ফুঁসছে বাংলার চিকিৎসক মহল। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের (Lalbazar Abhijan) ডাক দেওয়ার পাশাপাশি ৩ সেপ্টেম্বর রাজ্যের সকল সরকারি, বেসরকারি ও প্রাইভেট চেম্বারের ডাক্তারদের পেনডাউনের আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের! বিচারপতি সিনহার এক রায়ে তোলপাড়

এদিকে গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) প্রতি তাঁর সমর্থন রয়েছে একথা বলার পাশাপাশি আস্তে আস্তে তাঁদের কাজে ফেরার কথাও বলেন মমতা। একইসঙ্গে স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ নিলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পাসপোর্ট, ভিসা পেতে মুশকিল হবে।

Lalbazar Abhijan Vineet Kumar Goyal

মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক হয়। শেষে মমতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘আমি চিকিৎসকদের হুমকি দিইনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে’। এদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কাজে ফেরার বার্তা দেওয়া হলেও অবশ্য জট কাটেনি। আরজি কর হাসপাতালের (RG Kar Case) ডাক্তাররা আন্দোলনে শামিল হয়েছেন, কর্মবিরতিও চলছে। পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় তাই স্বাস্থ্য ভবনের কর্তারা বৈঠক করতে হাসপাতালে যান। সেখানে আরজি করের আধিকারিকদের সঙ্গে প্রতিবাদকারীরা বৈঠক করলেও কোনও সুরাহা হয়নি।

জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড়। শুক্রবার পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের সংগঠন ডব্লিউবিজেডিএফের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পাঁচ দফা দাবি না মেটা অবধি তাঁদের আন্দোলন চলবে। আগামী ২ সেপ্টেম্বর আবার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের (Lalbazar Abhijan) ডাক দিয়েছেন তাঁরা। সেদিন কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর