বাংলা হান্ট ডেস্কঃ জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে সোমবার উত্তাল হয়েছিল কলকাতা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যদিও লালবাজার পৌঁছনোর অনেক আগেই আটকে দেওয়া হয় তাঁদের। ফিয়ার্স লেনেই থামে আন্দোলনকারীই ডাক্তারদের মিছিল। সেখানেই অবস্থানে বসেন তাঁরা। রাতভর শান্তিপূর্ণ অবস্থান করার পর মঙ্গলবার দুপুরে লালবাজারে (Lalbazar Abhijan) প্রবেশ করলেন চিকিৎসকরা।
প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারে (Lalbazar Abhijan) জুনিয়র ডাক্তাররা
গতকালই সিপির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রতিবাদরত চিকিৎসকরা। তবে তাঁদের সেই দাবি মানা হয়নি। লালবাজারের রাস্তায় কার্যত অভেদ্য প্রাচীর তুলে দেয় পুলিশ। ফিয়ার্স লেনেই আটকে দেওয়া হয় ডাক্তারদের মিছিল। তা সত্ত্বেও নিজেদের দাবি থেকে এতটুকু সরেননি ডাক্তাররা। তাঁরা পুলিশকে তিনটি বিকল্প দিয়েছিলেন। এক, বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। দুই, ব্যারিকেড তুলে দিতে হবে। মিছিল বেন্টিঙ্ক স্ট্রিট অবধি যাওয়ার পর প্রতিনিধিদল লালবাজারে গিয়ে ডেপুটেশন জমা দেবে এবং তিন, বিনীত গোয়েলকে (Vineet Kumar Goyal) পদত্যাগ করতে হবে।
- কী বলছেন জুনিয়র ডাক্তাররা?
সোমবার জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একটিও দাবি মানেনি পুলিশ। দফায় দফায় পুলিশের শীর্ষ আধিকারিকরা দেখা করতে এলেও সুরাহা হয়নি। তবে রাত পোহাতেই দেখা গেল অন্য চিত্র। শান্তিপূর্ণ আন্দোলনের চাপে শেষ অবধি ‘লৌহকপাট’ খুলতে বাধ্য হল তাঁরা। এদিন পুলিশের ব্যারিকেড সরতেই এগোতে শুরু করে মিছিল। ১০০ মিটার মতো এগিয়ে ব্যাপটিস্ট গির্জার সামনে থামেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ বোর্ড গঠনের আগে বেআইনি গ্রেফতার! মামলা হতেই হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের
এরপর লালবাজারের (Lalbazar Abhijan) দিকে এগিয়ে যান ২২ জন জুনিয়র ডাক্তার। জানা যাচ্ছে, এদিন যেখানে মিছিল থেমেছে সেখানে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের জন্য একটি বাসের বন্দোবস্ত করা হয়েছিল। তবে তাঁরা পায়ে হেঁটেই কলকাতা পুলিশের সদর দফতরে প্রবেশ করেন। হাতে তখনও ছিল সেই প্রতীকী মেরুদণ্ড।
এদিন লালবাজার যাওয়ার আগে প্রতিবাদকারী চিকিৎসকদের (Doctor) অন্যতম ‘মুখ’ কিঞ্জল নন্দী বলেন, ‘পুলিশ কমিশনারকে শিরদাঁড়া উপহার দিতে যাচ্ছি’। জানা যাচ্ছে, বর্তমানে সিপির সঙ্গে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের বৈঠক চলছে। বিনীত গোয়েলের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি পদত্যাগের কথাও বলা হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গতকাল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল জুনিয়র চিকিৎসকদের মিছিল। দীর্ঘ ২২ ঘণ্টার টানাপোড়েন শেষ লালবাজার (Lalbazar Abhijan) পৌঁছল ডাক্তারদের প্রতিনিধিদল। বৈঠক শেষ কী বলা হয় আপাতত সেদিকেই নজর সকলের।