বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi) সম্প্রতি তাঁর শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। গত দুই সপ্তাহের মধ্যেই তিনি দু’বার করোনা ভাইরাসের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন। যে কারণে ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে। যদিও, ঠিক এই আবহেই তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। মূলত, ললিত মোদী এবার তাঁর উত্তরাধিকারীর নাম ঘোষণা করলেন।
ললিত মোদী ঘোষণা করলেন উত্তরাধিকারীর নাম: ললিত মোদী রবিবার ব্যবসায়িক গোষ্ঠী কে কে মোদী ফ্যামিলি ট্রাস্টে চলমান সম্পত্তির বিরোধের মধ্যেই তাঁর উত্তরাধিকারী হিসেবে পুত্র রুচির মোদীর নাম ঘোষণা করেছেন। টুইট করে এই তথ্য জানিয়েছেন ললিত। সেখানে তিনি লিখেছেন, এটা অবসর নেওয়া এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময়। পরিবারের সঙ্গে এবং মেয়ে আলিয়ার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
টুইটে কি জানালেন তিনি: টুইটে ললিত মোদী বলেছেন, “আমি আমার মেয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমরা দু’জনেই মনে করি যে, আমার এলকেএম (ললিত কুমার মোদী) পরিবারের বিষয় এবং ট্রাস্টে আমার লাভজনক স্বার্থের নিয়ন্ত্রণ ছেলে রুচির মোদীর কাছে হস্তান্তর করা উচিত।” উল্লেখ্য যে, পরিবারের মধ্যে সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে মা ও বোনের সঙ্গে ললিত মোদীর বিরোধ চলছে। এই আইনি বিরোধকে দীর্ঘ, ক্লান্তিকর এবং কঠিন বলে বর্ণনা করে মোদী বলেন, “এটি নিষ্পত্তির জন্য বেশ কয়েক দফা আলোচনা হয়েছে কিন্তু কোনো শেষ দেখা যাচ্ছে না। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে।”
https://twitter.com/LalitKModi/status/1614535091337809922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614535091337809922%7Ctwgr%5Eb4b55427486feb335176fda36ca0de091b08344d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fbusiness%2Flalit-modi-names-his-son-successor-beneficiary-in-kk-modi-family-trust%2F1529696
অসুস্থতার কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত: উল্লেখ্য যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদদীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মেক্সিকো সিটি থেকে তাঁকে লন্ডনে আনা হয়েছে। পাশাপাশি, তিনি অক্সিজেন সাপোর্টের মধ্যেও রয়েছেন। এমতাবস্থায়, রুচিরকে তাঁর উত্তরাধিকারী করা ছাড়াও মোদী বলেন যে, এখন পারিবারিক ট্রাস্টের কোনো সম্পত্তি বা আয়ের ক্ষেত্রে কোনো আগ্রহ থাকবে না। তবে, তিনি KKMFT-এর ট্রাস্টি হিসেবে কাজ চালিয়ে যাবেন।