একটি সিরিয়ালেই তিন চার বার বৌয়ের সাজ, লালন-ফুলঝুরির বিয়েতে কবজি ডুবিয়ে খেলেন সকলে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘ধুলোকণা’র (Dhulokona) সেটে ডবল ধামাল। লালন ফুলঝুরির বিয়ে, তার উপরে সিরিয়াল ফের বেঙ্গল টপার। দ্বিগুণ সেলিব্রেশনে মেতেছে গোটা টিম। অনেক মান অভিমানের পর মিলন হয়েছে নায়ক নায়িকার। দর্শকরা আহ্লাদে আটখানা। টিআরপিও বেড়েছে পাল্লা দিয়ে। সব মিলিয়ে খুশি কলাকুশলীরা সকলেই।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ‍্যে একটি ধুলোকণা। লীনা গঙ্গোপাধ‍্যায়ের চিত্রনাট‍্য আর মানালি মনীষা দে এবং ইন্দ্রাশিষ রায়ের অভিনয় খুব তাড়াতাড়িই দর্শকদের মন জয় করে নিয়েছিল। তবে টিআরপির উত্থান পতন চলেছে বরাবর। কখনো টিআরপি বেড়েছে, আবার কখনো টিআরপি একেবারে কমে গিয়েছে।


তবে কয়েক সপ্তাহ আগে একবার সবাইকে চমকে দিয়ে বাংলা সেরা হয়েছিল ধুলোকণা। এ সপ্তাহে ফের সেই চমক দেখিয়েছে সিরিয়াল। লালন ফুলঝুরির বিয়ে দেখিয়েই কাঙ্খিত টিআরপি পেয়ে গিয়েছে ধুলোকণা। উচ্ছ্বসিত ফুলঝুরি ওরফে মানালি।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে মানালি বলেন, সকলেই খুব মন দিয়ে কাজ করছেন। পরিশ্রমের দাম পেলে, দর্শকরা ভালবাসলে সবারই ভাল লাগে। বিশেষ করে লালন ফুলঝুরির বিয়ে নিয়ে দর্শকদের আগ্রহ আর উচ্ছ্বাস দেখে খুশি মানালি।

এর মধ‍্যেও মজা করতে ছাড়েনি অভিনেত্রী। অনেকদিন ধরে ছোটপর্দায় কাজ করছেন তিনি। সিরিয়াল মানেই বিয়ে। মানালির মন্তব‍্য, একটি সিরিয়ালেই তিন চার বার বউ সেজে ফেলেছেন তিনি। তবে বিয়ে হোক বা না হোক, ধুলোকণার সেটে নাকি সবসময়ই উৎসব চলতে থাকে।

মানালি বলেন, প্রায় প্রতিদিনই সেটে ভূরিভোজের আসর বসে। বিয়ে উপলক্ষেও জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এদিন নাকি সবাই মিলে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি থেকে আনা টিফিনও ভাগাভাগি করে খান সবাই।

X