কাঁধে গুরুতর চোট নিয়ে হাসপাতালে লালু! তেজস্বীকে ফোন মোদির, করলেন দ্রুত আরোগ্য কামনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই বাড়ির মধ্যে পা পিছলে পড়ে গিয়ে ডান কাঁধে হাড় ভেঙে যায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আর এর মাঝেই তাঁর খোঁজ নিতে পুত্র তেজস্বী যাদবকে ফোন করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে আরজেডি সূত্র মারফত এই খবরটি সামনে উঠে এসেছে।

এই প্রসঙ্গে আরজেডি দলের মুখপাত্র চিত্তরঞ্জন গগন বলেন, “গতকাল সন্ধ্যার দিকে তেজস্বী যাদবকে ফোন করেন প্রধানমন্ত্রী। তেজস্বীর কাছ থেকেই উনি লালুপ্রসাদ যাদবের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।”

উল্লেখ্য, গত শনিবার সকালে ঘরের মধ্যেই আচমকা পা পিছলে পড়ে যান বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। এর জেরে তাঁর ডান কাঁধে গুরুতর চোট লেগেছে বলে খবর সামনে উঠে আসতে থাকে।

এক্ষেত্রে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় আচমকাই পা পিছলে পড়ে যান আরজেডি নেতা। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শারীরিক পরীক্ষা করে জানা যায় যে, লালু প্রসাদ যাদবের কাঁধে দুটি হাড়ে চিড় ধরেছে। ফলে অতীতেই কিডনি সমস্যায় ভুগছিলেন লালু প্রসাদ যাদব আর তার মাঝেই কাঁধে ফ্র্যাকচার তাঁকে যে নতুন করে সমস্যায় ফেলেছে, তা বলাবাহুল্য।

তবে বর্তমানে আরজেডি প্রধান সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। হাসপাতালে পুত্র এবং স্ত্রী রাবড়িদেবী সহ অন্যান্য অনেকেই লালুর সঙ্গে দেখা করতে আসেন । চিকিৎসকাও তাঁর দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

X