‘বউ ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা অন্যায়!”, রাহুল গান্ধীর বিয়ের প্রশ্নে জবাব লালু প্রসাদের

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) তার অনন্য ভঙ্গি, স্টাইল এবং ছলনাময় মন্তব্যের জন্য গোটা ভারতের কাছে পরিচিত। বৃহস্পতিবার পাটনায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবারও তাঁর সেই স্টাইল দেখা গেল। তিনি রাহুল গান্ধীকে দেওয়া বিয়ের পরামর্শ এবং বিরোধীদের প্রধানমন্ত্রী পদের মুখ কে তা নিয়ে দ্ব্যর্থ ভাষায় ব্যঙ্গ করেছেন।

এই সময় লালু প্রসাদ এও জানান যে, তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্মুখ সমরে লড়াই করতে প্রস্তুত। উল্লেখ্য, বিরোধী দলগুলির ঐক্যের জন্য বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৃহস্পতিবার পাটনায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লালু প্রসাদ বলেন, রক্ত ​​পরীক্ষা করার সময় হয়ে এসেছে। এটা শুধুমাত্র দিল্লিতেই হয়। আমি দিল্লি যাচ্ছি।

তিনি আরও বলেন, এর পর ফিরে আসতে হবে, এবং ব্যাঙ্গালোর যেতে হবে। নরেন্দ্র মোদীর বিদায়ের প্রস্তুতি নিতে হবে। ফিরে এলে আপনাদের সাথে কথা হবে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে, দিল্লি যাওয়ার আগে, লালু প্রসাদের দেওয়া এই বক্তব্য সম্পর্কিত একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে।

লালু প্রসাদকে প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধীদের মুখ এবং রাহুল গান্ধীকে দেওয়া তাঁর বিয়ের পরামর্শ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এ নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী… প্রধানমন্ত্রীর বাসভবনে বউ ছাড়া থাকা খুবই অন্যায়, এর অবসান হওয়া উচিত এবং যাই ঘটুক না কেন, স্ত্রীর সঙ্গেই থাকা উচিৎ।

Koushik Dutta

সম্পর্কিত খবর