শান্তিনিকেতনে শুধু সাতটি বাড়িই নয়, রয়েছে বিঘার পর বিঘা জমি! মন্ত্রীর সম্পত্তি নিয়ে জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বর্তমানের চর্চার বিষয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর সম্পত্তি! গত শনিবার সকালে এসএসসি (SSC) সংক্রান্ত মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই এভাবে একের পর এক নয়া তথ্য সামনে এসে চলেছে। সম্প্রতি, শান্তিনিকেতনে (Shantiniketan) সাতটি বিলাসবহুল বাড়িতে তৃণমূল কংগ্রেস মন্ত্রীর যাতায়াত ছিল বলে গুঞ্জন সামনে আসতে থাকে আর এবার এসব কিছু ছাপিয়ে ‘ছয় বিঘা জমি’ নিয়ে শুরু হল নতুন জল্পনা।

গত শনিবার তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে শান্তিনিকেতনের বেশ কয়েকটি বাড়িতে তাঁর যাতায়াতের খবর সামনে আসতে থাকে। এমনকি, এ প্রসঙ্গে সম্মতি জানিয়ে মন্তব্য করে বসেন একটি বাড়ির কেয়ারটেকার। আর এবার বাড়ির পাশাপাশি বিপুল পরিমাণ জমি প্রসঙ্গেও একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয়দের দাবি, “পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার এখানে আসতেও দেখা গিয়েছে।” তবে এখনো পর্যন্ত এ সকল জমি কিংবা বাড়ির আসল মালিক কে, সে সম্পর্কে স্পষ্ট কোন ধারণা মেলেনি।

   

সম্প্রতি, শান্তিনিকেতনের প্রান্তিক, সোনাঝুরি এবং ফুলডাঙা এলাকায় মোট সাতটি বাড়িতে তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাতায়াত করতেন বলে খবর সামনে আসতে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, “এক মহিলা কলেজ শিক্ষক ওই বাড়িগুলোর দেখাশোনা করলেও মাঝেমধ্যে সেখানে যাতায়াত করতেন পার্থবাবু।” এমনকি এ সকল স্থানে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের যাতায়াত ছিল বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে একটি বাড়ির কেয়ারটেকার জানান, “আমরা বেশি কিছু বলতে পারব না। কিন্তু এখানে পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যে যাতায়াত করতেন।” তবে পরবর্তীতে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর মাঝে এদিন আবার সোনাঝুরিপল্লী এবং বল্লভপুরডাঙার মধ্যবর্তী স্থানে বিঘা ছয়েক জমি নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। এখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, “এখানে জমি পার্থবাবুর বলেই জানি। ওনাকে কয়েকবার এই এলাকায় আসতেও দেখা গিয়েছে।” তবে এক্ষেত্রে স্পষ্ট করে কেউই কোন মন্তব্য করতে চাননি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, শান্তিনিকেতনে একাধিক বাড়ি এবং জমি যদি তৃণমূল মন্ত্রীর নামে থেকে থাকে, তাহলে তা এলো কোথা থেকে কিংবা এত টাকার উৎস কি?

Untitled design 20 5

উল্লেখ্য, গত শনিবার এসএসসি সংক্রান্ত দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এছাড়াও পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে ২১ কোটি নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং সোনা গয়না উদ্ধার করার পর তাঁকেও হেফাজতে নেওয়া হয়। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা করানোর জন্য উড়িষ্যায় নিয়ে গিয়েছে ইডি। তবে এর মাঝেই শান্তিনিকেতনে পার্থর নামে একাধিক সম্পত্তির জল্পনা তৃণমূল নেতাকে আরো অস্বস্তিতে ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর