বাংলাহান্ট ডেস্ক : দিন দিন যেন জমি মাফিয়াদের (Land Mafia) দৌরাত্ম্য বেড়েই চলেছে। এবার জোর জুলুম করে জমি ছিনিয়ে নেওয়া মাফিয়াদেরকে (Land Mafia) শায়েস্তা করতেই কড়া পদক্ষেপ নিল সরকার। প্রশাসনের সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৯০০ বিঘা বনভূমি দখল করে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ জমা পড়তে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে প্রশাসন।
জমি মাফিয়াদেরকে (Land Mafia) শায়েস্তা করতেই কড়া পদক্ষেপ
এরপরেই শুরু হয় জমি দখলমুক্ত করার অভিযান। আর সেই অভিযানের নেপথ্যের ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্দ। সরকারি জমি দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় জেলাশাসককে। প্রশাসনের (Government) উপর মহল থেকে চাপ আসতেই বুলডোজ়ার এবং কর্মীদের নিয়ে ওই গ্রামে পৌঁছন জেলাশাসক।
আরোও পড়ুন : জোড়া বিপদে মিয়া-বিবি, ইমরান খানকে চরম সাজা শোনাল পাকিস্তানের আদালত! বিপাকে বুশরা বিবিও
জানা গিয়েছে, বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জমিতে বেশ কিছু নির্মাণ। এই অভিযান চালানোর জন্য ৬০টি বুলডোজ়ার নিয়ে গিয়েছিলেন জেলাশাসক। বন দফতরের আধিকারিক-সহ ৬০০ কর্মীও তার সঙ্গেই সেখানে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি কিন্তু পশ্চিমবঙ্গের নয়।
আরোও পড়ুন : ভারতের মিসাইলের “প্রেমে পড়েছে” ফিলিপিন্স! চিনের ঘুম উড়িয়ে এবার কী কিনতে চলেছে ওই দেশ?
গুনার চাচৌড়ার কমলপুর এবং দেদলা গ্রামের বনভূমি বেদখল হয়ে যেতেই শোরগোল পড়ে যায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, অতীতেও মধ্যপ্রদেশে বনভূমি মাফিয়াদের দাপট ছিল। ২০১৬ সালে প্রশাসন এই বনভূমি মাফিয়াদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করলেও শেষপর্যন্ত সফল হতে পারেনি।
জানা গিয়েছে, সেই সময় অভিযানে যাওয়া সরকারি কর্মী এবং পুলিশের উপর জমি মাফিয়াদের (Land Mafia) দিক থেকে প্রাণঘাতী হামলা চালানো হয়। তাই এবার রীতিমতো আঁটঘাট বেঁধেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। মাফিয়াদের হাত থেকে জমি দখলমুক্ত করে বড় সাফল্য পেল বলেই মনে করছে মধ্যপ্রদেশের প্রশাসন।