Bangla Hunt Desk: ভগবান রামের আশির্বাদে ফুলে ফেঁপে উঠছে অযোধ্যা (ayodhya) নগরী। করোনা মহামারির কারণে সমগ্র দেশে যেখানে জমির দাম তলানিতে এসে ঠেকছে, সেখানে অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজনেই সোনায় সোহাগা হয়ে উঠছে অযোধ্যা নগরী।
দাম বাড়ছে অযোধ্যা নগরীর জমির
রিপোর্ট বলছে, গত আগস্টে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মানের ভূমি পুজো করা হয়েছিল। করোনা আবহের মধ্যে সামান্য আয়োজনে সারলেও, উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ের পর থেকেই অযোধ্যায় জমি বা যে কোন সম্পত্তির দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে।
বিভিন্ন প্রকল্প আসছে উত্তরপ্রদেশে
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা নগরীতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তিন তারকা হোটেল এবং বেশ কয়েকটি প্রকল্প নির্মাণের ঘোষণা করেছেন। সেইসঙ্গে বহির্বিশ্বের যে সকল দেশের কোম্পানি চীন ছেড়ে ভারতের প্রতি আকর্ষিত হচ্ছে, তাদের মধ্যে বেশকিছু কোম্পানি আবার উত্তরপ্রদেশে তাদের কারখানা গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে।
বেনামে জমি কিনছে প্রচুর সংখ্যক মানুষ
পাশাপাশি সরকারের এই পরিকল্পনাকে কাজে লাগিয়ে বর্তমানে প্রচুর সংখ্যায় মানুষ অযোধ্যায় জমি কেনার আগ্রহ প্রকাশ করছে। যাতে করে সরকারের প্রয়োজনে সেই জমি সরকারকে দিয়ে, মোটা অংকের মুনফা লাভ করতে পারে। সেই কারণে অনেকেই অন্যান্য রাজ্য থেকে এসেও বেনামে অযোধ্যা থেকে জমি ক্রয় করছে।
ফুলে ফেঁপে উঠছে অযোধ্যা নগরী
অযোধ্যায় জমির দাম বৃদ্ধি নিয়ে সম্পত্তি পরামর্শদাতা ঋষি ট্যান্ডন বলেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মানের সুপ্রিম কোর্টের আদেশের পূর্বে সেখানে ৯০০ টাকা প্রতি প্রতি স্কোয়ারফুটে হিসাবে জমি পাওয়া যেত। কিন্তু বর্তমানে তা বাড়িয়ে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা স্কোয়ারফুট করা হয়েছে। রাম ভগবানের আশির্বাদে অযোধ্যা নগরী ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে।