ল্যান্ডার বিক্রম করতে পারবে ইসরোর সাথে যোগাযোগ

 

বাংলা হান্ট ডেস্ক: শনিবার রাতে যেখানে ভারতের প্রতিটি মানুষ যে সময়ের জন্য অপেক্ষা করছিল, চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে ভারতের মহাকাশযান। আবারও তৈরি হবে ইতিহাস। সেই সময় ইসরো কর্তা খবর জানায় যে ২.১ কিমি দূরে ল্যান্ডার বিক্রম এর সাথে সম্পর্ক ছিন্ন হয় ইসরোর। ৯৫% সফল হলেও আংশিক বিফলতার জন্য হতাশ হয়ে পরে দেশবাসী। এমন সময় ইসরোর কর্তা আশার বাণী শুনিয়ে বলেন খুঁজে পাওয়া গেছে ল্যান্ডার বিক্রম কে। চাঁদের বুকে অক্ষত আছে সে। আর্বিটার তার ছবিও পাঠায় ইসরো কে। চলছে যোগাযোগ স্থাপনের চেষ্টা।

IMG 20190908 142551 1

জানা যায় ল্যান্ডার বিক্রম এ এমন কিছু যন্ত্রাংশ উপস্থিত আছে যাদের দ্বারা পুনরায় যোগাযোগ স্থাপন করা সম্ভব। এছাড়া ল্যান্ডার বিক্রম এর গায়ে একটি সোলার প্যানেল লাগানো আছে যাতে সূর্যরশ্মি পড়ার সাথে সাথে সেটি সক্রিয় হয়ে উঠবে এবং যোগাযোগ স্থানের সম্ভাবনা আরো প্রবল হবে। একবার এই যোগাযোগ স্থাপিত হলে চন্দ্রয়ান ২ ১০০% সফলতা অর্জন করবে।


সম্পর্কিত খবর