বাংলা হান্ট ডেস্ক: একেবারে বিফলে যায়নি ভারতের চন্দ্রযান 2 অভিযান। প্রতিনিয়ত ইসরো প্রাণপণ চেষ্টা করে চলেছে চন্দ্রযান ২-এর ‘বিক্রম’ ল্যান্ডারকে জাগিয়ে তুলতে। মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে দিনের-পর-দিন প্রচেষ্টা চালিয়ে চলেছে ইসরো। এদিকে, বিক্রম ল্যান্ডারকে খুঁজতে ইসরো-র সঙ্গে হাত মিলিয়েছে নাসা-ও। চন্দ্রযানের ‘বিক্রম’ ল্যান্ডার নিয়ে পৃথিবী থেকে যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে। এ সবারই মাঝে চন্দ্রযানের ‘বিক্রম’ ল্যান্ডার নিয়ে উঠে এসেছে আরও একটি তাক লাগানো তথ্য।
বিক্রম ল্যান্ডার এর সাথে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে ছিল ল্যান্ডার বিক্রম। তবে বর্তমানের নতুন রিপোর্ট এসে তাক লাগিয়ে দিয়েছে সকলকে, এই রিপোর্ট অনুযায়ী জানা গেছে, চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরে নয়, বরং মাত্র ৪০০ মিটার দূরে ছিল ল্যান্ডার বিক্রম।
ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করার পূর্বেই তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই মুহূর্তে জানা গিয়েছিল যে চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টারের সাথে। তবে বিক্রমের ছবি গ্রাফের নিরিখে আসবার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, দেখা যায় যে বিক্রম চাঁদ থেকে ৪০০ মিটার দূরের অবস্থাতেও যোগাযোগ রাখতে পেরেছিল। লাল ও সবুজ দুটি লাইনের মধ্যে দিয়ে বিক্রমের গতিবিধি নির্দিষ্ট করছিল ইসরো। সেখানেই দেখা গিয়েছিল লাল লাইনের থেকে ২.১ কিলোমিটারের পর সবুজ লাইনটি পাতলা হয়ে যায়। আর খুব সুক্ষ্মভাবে দেখা গিয়েছে যে সেই লাইনটি চাঁদ খেকে ৪০০ মিটার দূরে গিয়ে থামে।
ল্যান্ডার বিক্রমকে নিয়ে দিন দিন বেড়েই চলছে জল্পনা। শেষ মুহূর্তে পাওয়া ল্যান্ডার বিক্রমের ছবি থেকে জানা যাচ্ছে যে চাঁদ থেকে প্রায় ৪০০ মিটারের দূরে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আর তার সংযোগকারী প্রযুক্তি বলছে ২.১ কিলোমিটার দূরের হিসাব। এখন চন্দ্রযান ২এর গবেষণার জন্য অরবিটারের ওপর ভরসা রেখেছে ইসরো।