বাংলাহান্ট ডেস্ক : আজকাল পড়াশোনার জন্য প্রায় প্রত্যেক পড়ুয়াদেরই প্রয়োজন হয় কম্পিউটার বা ল্যাপটপের (Laptop)। তাই অনেক অভিভাবক রয়েছেন যারা সস্তায় টেকসই ল্যাপটপ সন্ধান করে থাকেন। ভারতের বাজারে প্রাইম বুক এমন ল্যাপটপ নিয়ে এসেছে যা এক দিকে বাজেট ফ্রেন্ডলি, অন্যদিকে আকর্ষণীয় ফিচার্সে ভরা।
সস্তায় ল্যাপটপের (Laptop) ফিচার্স
প্রাইম বুক সংস্থা তাদের ল্যাপটপে (Laptop) দিয়েছে একাধিক সুবিধা। সব থেকে বড় কথা প্রাইম বুকের এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা থেকে। প্রাইমবুক 4G – ডিসি পোর্ট মডেলটিতে ব্যবহার করা যাবে 4G সিম। সিম কার্ড বা ওয়াইফাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে ইন্টারনেট। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
একবার ফুল চার্জ দিলে ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ল্যাপটপটি (Laptop)। 0.9 কেজি লাইটওয়েটের এই ল্যাপটপ এতটাই সরু ও হালকা যে সহজেই এটিকে নিয়ে ট্রাভেল করা যায়। ল্যাপটপে ব্যবহৃত MT8788 অত্যাধুনিক অক্টা-কোর প্রসেসর আপনাকে দেবে দুর্দান্ত কম্পিউটিং অভিজ্ঞতা।
আরোও পড়ুন : লেপ গায়ে দেওয়ার আগে বলুন তো, কেন লেপের রং লাল? এর পিছনে রয়েছে ঐতিহাসিক কারণ!
সংস্থা এই ল্যাপটপে ব্যবহার করেছে প্রাইম OS। বিশাল মোবাইল অ্যাপস লাইব্রেরিতে রয়েছে সব ধরনের প্রয়োজনীয় অ্যাপ। MS EXCEL, MS Office স্যুটের মতো অ্যাপগুলিকে নির্বিঘ্নে ব্যবহার করা যাবে প্রাইম বুকে। অ্যান্ড্রয়েড ভিত্তিক মিডিয়াটেক MT8788 – (4 GB/64 GB EMMC স্টোরেজ সম্পন্ন প্রাইমবুক 4G – ডিসি পোর্ট মডেলটির দাম পড়বে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা।
এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট (Flipkart) থেকে আপনারা অর্ডার করতে পারেন এই ল্যাপটপটি (Laptop)। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ইএমআই অফার। মাসিক সহজ কিস্তিতে আজই ঘরে নিয়ে আসুন অ্যান্ড্রয়েড ভিত্তিক যুগান্তকারী এই ল্যাপটপ আর সুনিশ্চিত করুন আপনার সন্তানের পড়াশোনা।