বাংলা হান্ট ডেস্কঃ আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ সফর। পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধ দিয়ে সফর শুরু করবে বিরাট বাহিনী। এবার মরু দেশে টি-টোয়েন্টির বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই ভারতকে ট্রফি জয়ের প্রবল দাবীদার হিসেবে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। বিশেষত প্রায় সব বিশেষজ্ঞেরই সেমিফাইনালিস্টের তালিকাতে রয়েছে ভারতীয় দল। এবার এই প্রসঙ্গে এক অবাক করা বয়ান দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্রায়ান লারা।
ক্যারিবিয়ান কিংবদন্তি লারার মতে, ভারত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবে ঠিকই কিন্তু এবারও ট্রফি জয় করতে পারবে না। যদিও ঈশান কিশান, কে এল রাহুলদের মত খেলোয়াড়রা দলে আসায় দল অনেকটাই শক্তিশালী হয়েছে বলেও জানিয়েছেন লারা। কিন্তু তার মতে এবারও শেষ পর্যায়ে এসে ট্রফি হাতছাড়া হবে ভারতের। বর্তমানে স্টার স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। আর সেখানেই এক আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি।
ব্রায়ান বলেন, “এবারের ওয়ার্ল্ডকাপেও ভারতের হার প্রায় নিশ্চিত। আমি তাদের নকআউট পর্ব অব্দি স্বাভাবিকভাবেই যেতে দেখেছি। কিন্তু তারপর তারা কিভাবে এগিয়ে যাবে সেটা সম্পূর্ণ তাদের উপরেই নির্ভর করছে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “কে এল রাহুল, ঈশান কিশান, সূর্য কুমার যাদবের মত ব্যাটসম্যানদের আগমনের ফলে দলের ব্যাটিং অর্ডার খুব শক্তিশালী দেখাচ্ছে। বিশ্বকাপে এই ব্যাটসম্যানরাই ভারতের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।” প্রসঙ্গত উল্লেখ্য, এবার প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ভালো ফর্মে ছিলেন ঈশান এবং রাহুল। প্রথম ম্যাচে দুজনেই দুরন্ত অর্ধশত রান করে ইংল্যান্ডকে রীতিমতো ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। একইসঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেয়েছেন সূর্যকুমারও।
ভারতের সাম্প্রতিক ইতিহাসের কথা মাথায় রেখেই লারা এমন মন্তব্য করেছেন অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও সেমিফাইনালেই শেষ হয়ে গিয়েছিল ভারতের সফর। আর তাই এবারও সেই আশঙ্কা যে একেবারে নেই তা নয়। তবে বিরাট বাহিনী এবার চাইবেন রেকর্ড বদলাতে।