অধিনায়ক হিসেবে টেস্টে কোহলি কয়েক মাইল এগিয়ে রোহিতের থেকে! দাবি ভারতীয় সমর্থকদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইন্দোর টেস্টে (Indore Test) ভারতীয় দলকে (Team India) সম্মুখীন হতে হয়েছে লজ্জাজনক পরাজয়ের। অস্ট্রেলিয়ার কাছে নয় উইকেটে হেরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠে গেছে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারিয়ে দেয় এবং ভারত যদি অজিদের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টেও হারের মুখ দেখে তাহলে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো স্বপ্নই থেকে যাবে।

আজ ভারতীয় দল এই পরিস্থিতিতে পৌঁছানোর পেছনে অনেকে দায়ী করছেন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। রোহিত একজন অধিনায়ক হিসেবে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বলে দাবি করছেন অনেকেই। দিল্লি ও নাগপুর টেস্টে ভারতীয় দল টসে হেরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচ জিতেছিল। তারপর সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই যৌক্তিক ছিল না বলে মনে করছেন অনেকে। এছাড়া রোহিত যেরকমভাবে ডিসিশন রিভিউ সিস্টেম (DRS) ব্যবহার করছেন সেই নিয়েও সন্তুষ্ট নন অনেকেই।

rohit sad

কিছু ভক্ত দাবি করছেন যে রোহিত সীমিত ওভারের ক্রিকেটে একজন চলনসই অধিনায়ক হলেও টেস্ট ক্রিকেটে নেতৃত্ব করার মতো গুণ তার নেই। তাদের আরও বক্তব্য যে শুধুমাত্র পরিসংখ্যানে দেখে তাকালেই বোঝা যাবে যে বিরাট কোহলি (Virat Kohli) একজন টেস্ট অধিনায়ক হিসেবে কতটা সফল ছিলেন এবং যেকোনো দিন তাকেই রোহিতের চেয়ে বেশি ভালো অধিনায়ক হিসেবে মনে করতে কারোর দ্বিধার থাকার কথা নয়।

রোহিত শর্মার ম্যাচ পরবর্তী বক্তব্য নিয়েও অনেকে অসন্তুষ্ট হয়েছেন। এইরকম আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে খেলা নিয়ে ভারতের অনেক সমর্থকেরই আপত্তি রয়েছে। কিন্তু রোহিত শর্মা ম্যাচ শেষে সরাসরি জানিয়েছেন যে ভারতীয় দলের শক্তি হলো স্পিনের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করা। তাই তারা নিজেদের সুবিধামতই পিচ প্রস্তুত করবেন।

সেই সঙ্গে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার উদাহরণ তুলে এনেছেন রোহিত। পাকিস্তানের মাটিতে প্রস্তুত করা পাটা উইকেটকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন ভারত অধিনায়ক। ভারতের মাটিতে পরপর তিনটি ম্যাচ তিন দিনের মধ্যে শেষ হওয়া প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া শিবির বনাম ক্যারিবিয়ান শিবিরের মধ্যে চলতি টেস্ট তিন দিনে শেষ হওয়ার উদাহরণ দিয়ে দায় এড়িয়েছেন। এই সকল ব্যাপারই ভালো চোখে দেখছেন না কিছু নির্দিষ্ট ক্রিকেটপ্রেমী।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর