বাংলাহান্ট ডেস্কঃ বীরভূম (Birbhum) থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিস্ফোরক। উদ্ধার করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। গতকাল রাতে বীরভূমের মহম্মদবাজার এলাকা থেকে ডিটোনেটর ভর্তি একটি মারুতি গাড়ি উদ্ধার করে মহম্মদবাজার থানার পুলিশ।
গাড়ি আটকায় পুলিশকর্মীরা
রানিগঞ্জ থেকে আসা একটি গাড়িকে সন্দেহ জনক অবস্থায় আটক করে বীরভূমের জাতীয় সড়কে টহলরত পুলিশকর্মীরা। সন্দেহ হওয়ায় মহম্মদবাজারের জয়পুর এলাকায় গাড়িটিকে থামিয়ে দেয় মহম্মদবাজার থানার পুলিস। গাড়িটি থেকে প্রায় প্রায় ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়।
সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়
বীরভূমের জাতীয় সড়কে টহলরত পুলিশকর্মীদের প্রথমে সন্দেহ হওয়ায় তারা গাড়ির কাগজপত্র দেখতে চায়। কিন্তু গাড়ির কোন সঠিক কাগজপত্র দেখাতে পারেনি গাড়ির চালক। তখনই পুলিশকর্মীরা সন্দেহ করে গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু করে। গাড়ি খুলতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক।
আটক করা হয় গাড়ির চালককে
পুলিশ গ্রেপ্তার করে গাড়ির চালককে। পুলিশি জেরার মুখে শক্ত থাকতে না পেরে মুখ খোলে গাড়ির চালক। তবে তিনি জানিয়েছেন, রানিগঞ্জ থেকে রামপুরহাট যাচ্ছিলেন তিনি। কিন্তু ঠিক কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন, তাঁর কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
তদন্ত চলছে
জানা গিয়েছে, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পাথর খাদানের জন্য এই ডিটোনেটর বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর পেছনে অন্য কোন কারণ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কোন বেআইনি খাদান মালিকদের যোগ রয়েছে কিনা, সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ।