বাংলাহান্ট ডেস্কঃ নেই কার্ড হোল্ডার, কিন্তু তাঁর নামের রেশন (Ration) মাসে মাসে ঠিকই তুলে নেওয়া হচ্ছে। তাহলে কি ভূতে নিচ্ছে? সম্প্রতি এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে বাঁকুড়া (bankura) জেলা থেকে। বাঁকুড়া জেলা খাদ্য দফতরের দাবি, অসংখ্য মৃত রেশন গ্রাহকের কার্ড বাতিল না করার কারণেই এমনটা ঘটছে। সেইসঙ্গে এই সকল কার্ড বাতিলেরও দাবি জানায় বাঁকুড়া জেলা খাদ্য দফতর।
সূত্রের খবর, প্রায় ৫৪ হাজার ভুয়ো রেশন কার্ড (Ration Card) রয়েছে, যা থেকে প্রতি মাসে রেশন তুলে নিচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা মারা গেলেও, তাঁদের রেশন কার্ড বাতিল করছে না পরিবারের অন্য সদস্যরা। আর সেই কার্ডেই প্রতি মাসে মাল তুলে নিচ্ছে তাঁরা। যার ফলে নষ্ট হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকাও এবং বেহাত হচ্ছে অতিরিক্ত খাদ্যশস্যও।
এবার এই ঘটনায় লাগাম টানতে চাইছে বাঁকুড়া জেলা খাদ্য দফতর। চলতি মাসেই এই সকল ভুয়ো রেশন কার্ড বাতিলের অভিযানে নামতে চাইছে তাঁরা। যাতে করে সেই সমস্ত রেশন কার্ড বাতিল করে দিলে, আর সেই রেশন তুলতে পারবে না পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, এই কারণে ৭ নম্বর ফর্ম ভর্তি করার বিষয়ে প্রচার চালাবে বাঁকুড়া জেলা খাদ্য দফতর। আর এই কাজকে রেশন ডিলারদের সংগঠন ইতিমধ্যে সমর্থনও জানিয়েছে। যার ফলে ওই মৃত ব্যক্তিদের কার্ড তুলে নিলে, সঞ্চয় হবে বিপুল পরিমাণ খাদ্য শস্য এবং নষ্ট হবে না সরকারী কোষাগারের লক্ষ লক্ষ টাকাও। দ্রুতই এই কাজ করা হবে বলেও জানা গিয়েছে।