জলের নীচে কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতিকৃতি, গড়ল এক নতুন বিশ্ব রেকর্ড

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার সারা ভারত কার্গিল বিজয় দিবস উদযাপন করেছে। আর কার্গিল বিজয় দিবস উপলক্ষে কেরালার তিরুবনন্তপুরমের প্যাঙ্গোড মিলিটারি স্টেশন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানেই ‘দা ভিঞ্চি’ নামে খ্যাত শিল্পী সুরেশের হাত ধরেই জলের নীচে স্থাপন করা হয় প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার (পরমবীর চক্রের) জলের নিচের প্রতিকৃতি। জলের নীচে প্রয়াত ক্যাপ্টেনের প্রতিকৃতি স্থাপন ভারতের বুকে এক অনন্য নজির সৃষ্টি করল।।

প্রতিরক্ষা দফতরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে , কার্গিল বিজয় দিবস বিশেষ ভাবে স্মরণ করার জন্য ভারতীয় সেনাবাহিনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। বন্ড ওয়াটার স্পোর্টস প্রাইভেট লিমিটেডের স্কুবা দলের সদস্যরাও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছে সরকারের নোডাল এজেন্সি পিআইবি।

সূত্রের খবর, টাইলস ব্যবহার করে 1,500 বর্গফুট নিচে আন্ডারওয়াটার ইনস্টলেশনটি সম্পূর্ণ করতে শিল্পীর সময় লেগেছিল প্রায় আট ঘন্টা। প্যাঙ্গোড মিলিটারি স্টেশনে ক্যাপ্টেন বাত্রার জলের নীচে সৃষ্ট প্রতিকৃতিটি সবচেয়ে বড় ইউআরএফ ওয়ার্ল্ড রেকর্ডস (ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম) লাভ করেছে। অনুষ্ঠান চলাকালীন ইউআরএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটটি প্রদান করা হয়।

এছাড়াও, প্যাঙ্গোড মিলিটারি স্টেশনের স্টেশন কমান্ডার, যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বন্ড ওয়াটার স্পোর্টস প্রাইভেট লিমিটেডের শিল্পী ও দলের কাছে একটি স্মারক হস্তান্তর করেন। এছাড়াও এই অনুষ্ঠানের অংশ হিসাবে একটি সামরিক ব্যান্ড প্রদর্শনেরও আয়োজন করা হয়েছিল।প্রসঙ্গত 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় লাভ ও শহীদদের স্মরণ করার জন্য প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়।

প্রসঙ্গত 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় লাভ ও শহীদদের স্মরণ করার জন্য প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X