শাসক আসে, দল পাল্টায়; ল্যারি শুধু থেকে যায়! লেবার দর্শনে উদগ্রীব মার্জার

বাংলাহান্ট ডেস্ক : আর পাঁচটা বিড়ালের মতোই ল্যারী (Larry)। তবে আর পাঁচটা বিড়ালের থেকে তার পরিচয় একটু হলেও আলাদা। সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের মার্জার। ব্রিটেনের (Britain) হাজারো রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী সে। তবুও ১০ ডাউনিং স্ট্রিটের এই বাসিন্দার নেই বিশেষ কোনো ভ্রুক্ষেপ। তবে গুরুত্বের দিক থেকে কোনো অংশে কম যায় না সে।

এবার ব্রিটেনে (Britain) লেবার দর্শন হবে ল্যারির

ব্রিটেনে (Britain) এবার শুরু হতে চলেছে লেবার পার্টির জমানা। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবার বাসিন্দা হতে চলেছেন ১০ ডাউনিং স্ট্রিটের। প্রধানমন্ত্রীর বাসভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব সামলায় ল্যারী। ইঁদুর নিকেশ থেকে শুরু করে দেশ-বিদেশের অতিথিদের অভ্যর্থনা, এমন বহু কাজেই ডাক পড়ে তার। ল্যারীর জন্ম ২০০৭ সালে একটি হোমে। প্রধানমন্ত্রীর বাসভবনে সে আসে জন্মের বছর চারেক পর।

আরোও পড়ুন : সম্পত্তির পাহাড় রতন টাটার! তবু আম্বানি-আদানিদের পাশে নাম নেই তাঁর! কেনো জানেন?

তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের খুব প্রিয় হয়ে ওঠে এই ছোট্ট বিড়ালটি। তারপর ব্রিটিশ রাজনীতিতে ঘটে গেছে একের পর এক পরিবর্তন। প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো ঋষি সুনাক থেকে শুরু করে করোনা মহামারী, একের পর এক ডামাডোল অবস্থার সাক্ষী থেকেছে ল্যারী। ১৪ বছরের জীবনে সে দেখেছে ৫ জন প্রধানমন্ত্রীকে। এবার পালা ষষ্ঠ প্রধানমন্ত্রী আগমনের।

pro 7

চলতি বছরের নির্বাচনের পর ঋষির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কিয়ের প্রধানমন্ত্রী হিসাবে ১০ ডাউনিং স্ট্রিটে এলে হাফ ডজন প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাবে বিখ্যাত মার্জার (Cat)। ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে বেহাল অর্থনীতি, ল্যারী সবকিছুর মধ্যেই যেন চন্দ্র ও সূর্যের মতো ধ্রুব সত্য। সারা বিশ্বের কাছে তাই ব্রিটেনের রাজনীতির মতোই লাইমলাইট কুড়িয়েছে ল্যারী।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর