একী কাণ্ড! রবিবারেও করতে হবে কাজ? L&T চেয়ারম্যানের প্রস্তাবে শুরু তুমুল হইচই

বাংলাহান্ট ডেস্ক : ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহের ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কিছুদিন আগেই। তবে এবার ফের সেই একই পথে হেঁটে নতুন বিতর্ক সৃষ্টি করলেন এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন। সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার পাশাপাশি রবিবারও অফিস করার প্রস্তাব দিয়ে এখন খবরের হেডলাইন্সে এলঅ্যান্ডটি (Larsen & Toubro) চেয়ারম্যান।

এলঅ্যান্ডটি (Larsen & Toubro) রেডিটে ‘ইন্ডিয়াকেরিয়ার্স’ নামক একটি অ্যাকাউন্ট ও সফলতার কাহিনী (Success Story)

তাঁকে বলতে শোনা যায়, ‘‘সব কিছু যদি আমার নিয়ন্ত্রণে থাকত তা হলে আমি রবিবারও আমার কর্মীদের কাজ করতে বলতাম। কিন্তু আমি তা পারি না। আমি নিজে রবিবার কাজ করি। বাড়িতে এত ক্ষণ থেকে কী করবে মানুষ? কত ক্ষণ একজন স্বামী তাঁর স্ত্রীর মুখ দেখবেন? একজন স্ত্রীই বা কত ক্ষণ বাড়ি বসে তাঁর স্বামীর মুখ দেখতে পারবেন? তার চেয়ে ভাল হয় সকলে অফিসে গিয়ে কাজ করুন। তাতে জীবনে উন্নতি হবে।’’

Larsen & Toubro new update details

কর্মীদের উদ্দেশ্যে এসএন সুব্রহ্মণ্যন আরো বলেন, ‘‘ক্ষমতার শীর্ষে থাকতে গেলে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। তাই সকলে মিলে কাজে লেগে পড়ুন।’’ কর্মীদের উদ্দেশ্যে এসএন সুব্রহ্মণ্যন আরো বলেন, ‘‘ক্ষমতার শীর্ষে থাকতে গেলে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। তাই সকলে মিলে কাজে লেগে পড়ুন।’’

আরোও পড়ুন : Bangladesh: পেটে নেই ভাত, অথচ বিদেশ থেকে কামান কিনে বাহিনী সাজাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে কে নাড়ছে কলকাঠি?

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও বেশ শোরগোল সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে। কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে এলঅ্যান্ডটি চেয়ারম্যানকে। কটাক্ষ করে একজন নেট ব্যবহারকারী বলেছেন, ‘‘ব্যক্তিগত জীবন বলে আর কিছু না রাখাই ভাল। সারা দিনরাত অফিসের কাজ করতে করতেই শেষ করে ফেলি নিজেকে।’’ অন্য একজনের মন্তব্য, ” উনি হয়ত সুখী নন স্ত্রীকে নিয়ে।”

LT Chairman SN Subrahmanyan Rs 51 crore salary new 1736486172911 1736486173086

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও বেশ শোরগোল সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে। কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে এলঅ্যান্ডটি চেয়ারম্যানকে। কটাক্ষ করে একজন নেট ব্যবহারকারী বলেছেন, ‘‘ব্যক্তিগত জীবন বলে আর কিছু না রাখাই ভাল। সারা দিনরাত অফিসের কাজ করতে করতেই শেষ করে ফেলি নিজেকে।’’ অন্য একজনের মন্তব্য, ” উনি হয়ত সুখী নন স্ত্রীকে নিয়ে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর