বাংলা হান্ট ডেস্কঃ লস্কর-এ-মুস্তফা জঙ্গি সংগঠনের প্রধান হিদায়তুল্লা মালিককে জম্মু আর অনন্তনাগ পুলিশ একটি সংযুক্ত অভিযান চালিয়ে জম্মু থেকে গ্রেফতার করেছে। আজ জম্মু কাশ্মীর পুলিশ এই কথা জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, হিদায়তুল্লা জম্মুতে বড়সড় নাশকতার ছক কষছিল। বলে রাখি, লস্কর-এ-মুস্তফা কাশ্মীর উপত্যকায় জইশ-এ-মহম্মদের শাখা সংগঠন। জম্মু কাশ্মীরের SSP শ্রীধর পাতিল জানান, জম্মুর কুঞ্জবানি এলাকার থেকে হিদায়তুল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর থেকে একটি পিস্তল আর একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি কাশ্মীর উপত্যকায় জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ এর নতুন নামে সংগঠন বানিয়ে IED ব্লাস্টের ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছিল। সেনা লস্কর-এ-মুস্তফা নামের নতুন সংগঠনের দুজন জঙ্গি আর তাঁদের সহায়ককে গ্রেফতার করেছিল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় লস্কর-এ-মুস্তফার এই ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছিল সেনা। জঙ্গিদের থেকে দুটি হ্যান্ড গ্রেনেড, এক কেজি বিস্ফোটক সামগ্রী আর AK-47 এর ৩০ টি গুলি উদ্ধার করা হয়েছিল।
জইশের এই নতুন জঙ্গি সংগঠন অনন্তনাগ আর বিজবিহাড়ায় নাশকতার ছক কষছিল। গোপন সুত্রে খবর পাওয়ার পর অনন্তনাগ পুলিশ আর সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেলস এলাকার জায়গায় জায়গায় নাকাবন্দি আর মোবাইল ভেহকিল চেক পোস্ট করেছিল। তখনই একটি অল্টো কারকে সন্দেহভাজন মনে হলে সেটিকে থামানোর চেষ্টা করে সেনা। কিন্তু গাড়িটি সেখান থেকে পালানোর চেষ্টা চালায়।
এরপর সেনা আর পুলিশ মিলে ওই গাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে। ইমরান আহমেদ আর ইরফান আহমেদ নামের ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও চার সহায়ককে গ্রেফতার করে পুলিশ।