বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল ভারতীয় সেনা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কম্যান্ডার নদীম আবরারকে গ্রেফতার করা হয়েছে। নদীম লাবেপোরা হামলায় যুক্ত ছিল। ওই হামলায় CRPF-এর তিন জওয়ানের হত্যা করা হয়েছিল। কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার বলেন, নদীম আবরারকে গ্রেফতার করে জওয়ানরা অনেক বাহাদুরির কাজ করেছে। ও অনেক জঙ্গি হামলায় যুক্ত ছিল।
এর আগে শনিবার সন্ধ্যায় জম্মুর নরবাল এলাকায় পাঁচ কেজি আইইডি উদ্ধার হয় আর দুজনকে গ্রেফতারও করা হয়। জঙ্গিদের থেকে হাতিয়ার আর বিস্ফোটক সামগ্রী উদ্ধার হয়েছিল। জঙ্গিদের সময়মতো গ্রেফতার করে জম্মু শহরে বড়সড় নাশকতার ছক বানচাল করার সম্ভব হয়েছে।
বলে দিই, জম্মু পুলিশ শহরের বাইরের দিকে একটি প্রধান শপিং মলের পাশ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করেছিল। পুলিশ আধিকারিকরা ওই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। এরপরই সেখানে অভিযান চালানো হয়। জঙ্গিরা শহরে হামলা করার আগে এলাকার রেইকি করছিল।
এই অপারেশনে পুলিশের বিভিন্ন টিম যুক্ত ছিল। জঙ্গিরা এটা বুঝতে পেরে গিয়েছিল যে তাঁর অন্যান্য সঙ্গীরা জম্মুতে ঢুকতে পারবে না। জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, জম্মু পুলিশ ৫ থেকে ৬ কেজি ওজনের আইইডি উদ্ধার করেছে। ওই আইইডি লস্করের জঙ্গিদের থেকে উদ্ধার করা হয়েছে। ভিড় এলাকায় ওই বিস্ফোরকগুলো লাগানোর পরিকল্পনা ছিল। তবে জঙ্গিদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।